বলিউড-টেলিভিশন দুনিয়ার 'হট কপল' এক সময় ছিলেন চারু আসোপা আর রাজীব সেন। তাঁদের প্রেম, বিয়ে, তারপর দাম্পত্যে অশান্তি—সবই ছিল নেটিজেনদের চর্চার বিষয়। ২০২৩ সালে বিচ্ছেদের পর ভেবেছিলেন সবাই, এবার হয়তো চিরতরে আলাদা হয়ে গেলেন দু’জন। কিন্তু না, ভাগ্যের খেলাটা যেন অন্যরকম! সম্প্রতি তাঁদের একসঙ্গে ব্যাংককের রাস্তায় হাঁটতে দেখা গেল, আর মুহূর্তেই সেই সব ছবি ভাইরাল।

 

 

 

 

২০২৩ সালে চারু ও রাজীবের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দাম্পত্য জীবন নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছিল। বারবার বিচ্ছেদের খবর উঠে এসেছিল মিডিয়ায়। অবশেষে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবে দু’জনেই শুরু থেকেই মেয়ে জিয়ানার ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছেন। তাই বিচ্ছেদের পরও তাঁরা বারবার একসঙ্গে দেখা দেন কন্যার জন্য।

 

 

 

 

ছবিগুলো দেখেই নেটিজেনরা বলছেন—“এটা কি শুধু ভ্যাকেশন, নাকি আবার শুরু হচ্ছে নতুন প্রেমের অধ্যায়?” একদম সিনেমার মতোই পরিস্থিতি। প্রাক্তন দম্পতি, তাও আবার একসঙ্গে বিদেশ ভ্রমণ—গসিপের খোরাক তো হবেই!

 

 

আরও পড়ুন: 'স্কুলে এমন ডিজাইনার ব্যাগ নিয়ে যেতাম, কেউ ব্র্যান্ডের নামই উচ্চারণ করতে পারত না,' বিলাসিতা নিয়ে অকপট আমিশা প্যাটেল 

 

 

চারু ইনস্টাগ্রামে যে ছবিগুলো ভাগ করেছেন, সেগুলোতে তাঁকে দেখা গিয়েছে ডিপ-ভি নেকলাইনের সাদা ড্রেসে—পুরো লুকটাই যেন একেবারে নায়িকা-সুলভ। সাথে ঝলমলে ইয়াররিংস আর ট্রেন্ডি স্নেক-প্রিন্ট হিলস। যেন বিদেশি রাস্তাগুলো তাঁর র‌্যাম্প হয়ে উঠেছে। অন্যদিকে, রাজীবও কম যান না। লাল-কালো চেক শার্টের কয়েকটা বোতাম খোলা, অফ-হোয়াইট ট্রাউজার আর কুল স্লিপ-অন জুতো—অনুরাগীদের চোখে পুরো যেন 'কিলার' লুক!

 

 

 

 

 

সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেই ছবিগুলো, যেখানে রাজীবকে চারুর কাঁধে হাত রাখতে বা তাঁকে আলিঙ্গন করতে দেখা গেছে। ব্যাস, এখানেই তো জমে উঠেছে চর্চা! ভক্তরা প্রশ্ন ছুড়েছেন—“তোমরা কি আবার এক হচ্ছ?” কেউ লিখেছেন, “ওদের কেমিস্ট্রি দেখে মনে হচ্ছে বলিউডের নতুন লাভ স্টোরি শুরু হয়েছে।”

 

যদিও চারু বলছেন ভিন্ন কথা। এক সাক্ষাৎকারে তিনি হেসে জানিয়েছেন, “এই ভ্রমণের উদ্দেশ্য কেবল বিশ্রাম নেওয়া। আমি একটু রিল্যাক্স করতে চেয়েছিলাম।” কিন্তু নেটিজেনরা মানছে না। তাঁদের মতে, এতটা রোমান্টিক ছবির আড়ালে নিশ্চয়ই আরও কিছু আছে।

 

 

 

 

আসলে চারু আর রাজীবের মধ্যে অটুট বন্ধনের কারণ তাঁদের কন্যা জিয়ানা। বিচ্ছেদ হলেও মেয়ের জন্যই তাঁদের বন্ধন এখনও অটুট। জন্মদিন হোক, ভ্রমণ হোক কিংবা সাধারণ কোনও আড্ডা—দু’জনেই চেষ্টা করেন মেয়ের সামনে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে। অনেকেই বলছেন, জিয়ানার জন্যই হয়তো আবার কাছাকাছি আসছেন তাঁরা।

 

 

 

 

এমনকী সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, “তাঁদের কেমিস্ট্রি কখনও হারায়নি, শুধু পরিস্থিতি আলাদা করে দিয়েছিল। এখন হয়তো তাঁরা আবার সেই পুরনো ভালবাসায় ফিরছে।” আবার অন্য কেউ মজার ছলে লিখেছেন, “ব্যাংকক নয়, এ তো আসলে বলিউডি রোমান্সের রিটার্ন!”

 

 

 

এদিকে, তাঁদের ব্যাংকক সফর ঘিরে অনেকে এটাও বলছেন—প্রাক্তন হলেও যদি বোঝাপড়া ভাল থাকে, তাহলে সম্পর্কটা সুন্দরভাবেই চালানো যায়। চারু-রাজীব তার উদাহরণ। বলিউডে যেখানে বিচ্ছেদ মানেই কাদা ছোড়াছুড়ি, সেখানে এ জুটি দেখিয়ে দিয়েছে—সম্মান আর সহযোগিতা থাকলে সবকিছু সম্ভব।

 

 

 

সব মিলিয়ে চারু আসোপা ও রাজীব সেনের ব্যাংকক সফর এখন পুরোপুরি টেলিভিশন টাউনের হট টপিক। তাঁরা আবার এক হবেন কি না, সেটা সময়ই বলবে। তবে একটা জিনিস নিশ্চিত—তাঁদের রসায়ন আজও ততটাই জমজমাট, যতটা ছিল বিয়ের শুরুতে।