নিজস্ব সংবাদদাতা: প্রয়াত উস্তাদ জাকির হুসেন। রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রানসিসকোর এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বিশ্ববরেণ্য তবলাবাদককে। সোমবার ভারতীয় সময় সকাল ৬টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩। রবিবার রাতে জাকিরের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেশ-বিদেশের প্রায় সমস্ত সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে দাবি করেছিল জাকির প্রয়াত। কিন্তু সেই খবর নস্যাৎ করে দেন তাঁর পরিবারের লোকেরা।

 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ। জাকির হুসেনের স্মৃতিচারণায় আবেগপ্রবণ প্রখ্যাত শরদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার। 

 

আজকাল ডট ইন-কে তিনি বলেন, "কলকাতায় জাকির হুসেনের সঙ্গে পারফর্ম করার কথা ছিল ওঁর শারিরীক অবস্থার অবনতির জন্য অনুষ্ঠানের দিন পিছিয়ে গিয়েছিল। কিন্তু কী থেকে যে কী হয়ে গেল বোঝাই গেল না। ৭৩ বছর বয়সটা ওঁর জন্য চলে যাওয়ার বয়স নয়।"

 

তিনি আরও বলেন, "আমায় ছোটভাইয়ের চোখে দেখতেন বরাবর। আমার মনে হয় না জাকির হুসেনের মতো একজন প্রতিভাকে বিশ্ব আর পাবে কিনা। ওঁর প্রয়াণে ভাষা হারিয়েছি।"