বিশাল ভরদ্বাজের জাদু আর শাহিদ কাপুরের বিধ্বংসী মেজাজ—এই দুইয়ের মেলবন্ধনে ফের একবার কাঁপতে চলেছে বলিউড। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি অভিনীত নতুন ছবি 'ও রোমিও'-র প্রথম ঝলক। ১ মিনিট ৩৫ সেকেন্ডের এই টানটান উত্তেজনার টিজারটি দেখেই বোঝা যাচ্ছে, এটি গতানুগতিক কোনও প্রেমের গল্প নয়, বরং এক মারকাটারি রোমান্টিক অ্যাকশন ড্রামা হতে চলেছে।
টিজারটির শুরুতেই দেখা যাচ্ছে শাহিদ কাপুরকে এক সম্পূর্ণ ভিন্ন লুকে। মাথায় কাউবয় হ্যাট, গায়ে কালো ভেস্ট, শরীরে ট্যাটু আর গলায় গয়না—সব মিলিয়ে হিংস্র মেজাজে ধরা দিয়েছেন অভিনেতা। একটি নৌকার ওপর দাঁড়িয়ে নিজের রুদ্রমূর্তি প্রকাশ করছেন তিনি। বিশাল ভরদ্বাজের 'কামিনে' সিনেমার সেই দুর্ধর্ষ শাহিদকে যেন আবার খুঁজে পেলেন অনুরাগীরা। তবে এখানেই চমকের শেষ নয়। টিজারের একটি বিশেষ সংলাপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। পর্দার চিরকালীন মা বা ঠাকুমার চরিত্রে অভ্যস্ত ফরিদা জালালকে এখানে এক চরম গালিগালাজ করতে দেখা গিয়েছে। তাঁর মুখে এমন সংলাপ শুনে নেটিজেনরা তাজ্জব।
ছবির কাস্টিংও বেশ চমকপ্রদ। শাহিদ ও তৃপ্তি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নানা পাটেকর, ভিক্রান্ত মেসি, দিশা পাটানি, অবিনাশ তিওয়ারি এবং তামান্না ভাটিয়ার মতো তারকারা। তৃপ্তি দিমরির সঙ্গে শাহিদের রসায়ন টিজারে খুব অল্প সময়ের জন্য দেখানো হলেও, ইতিমধ্যেই দর্শকের মনে দাগ কেটেছে। অন্ধকার জগতের প্রেক্ষাপটে তৈরি এই রোম্যান্স যে কতটা রক্তাক্ত হতে পারে, তার ইঙ্গিত টিজারেই স্পষ্ট।
সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। শাহিদ ও বিশালের জুটি এর আগে 'হায়দার' এবং 'কামিনে'-র মতো মাস্টারপিস উপহার দিয়েছে, তাই অনুরাগীদের প্রত্যাশা আকাশচুম্বী। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন, '২০২৬ সালে বলিউডের অন্যতম সেরা ধামাকা হতে চলেছে এটি', আবার কেউ শাহিদের এই ভিলেনসুলভ নায়ক অবতারকে দশে দশ দিচ্ছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'ও রোমিও'। ভ্যালেন্টাইনস উইকে ভালবাসার এক অন্য রূপ দেখতে এখন মুখিয়ে আছেন দর্শক। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই শাহিদ কাপুরের এই প্রত্যাবর্তন বক্স অফিসে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার।
