‘পারিয়া’র সাফল্য আরও জনপ্রিয়তা এনে দিয়েছে। তিনদিন ধরে জন্মদিন পালিত হচ্ছে তারকা পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের। চমক আরও। তথাগত এবং তাঁর টিম ‘পারিয়া’ একটি ছবি ভাগ করে নিয়েছেন। পশুর দুটো পায়ের আভাস সেখানে। আর কিচ্ছু না। বিশেষ দিনেই কি পারিয়া ২-এর আভাস দিলেন তাঁরা? শুভেচ্ছা জানানোর পাশাপাশি আজকাল ডট ইন প্রশ্ন করেছিল তাঁর সঙ্গে। পরিচালকের বক্তব্য, ‘‘ক্রমশ প্রকাশ্য।’’ এর বাইরে আর কিচ্ছু বলেননি। টলিউড বলছে, সিক্যুয়েল হচ্ছে। খুব শিগগিরিই নাকি আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছেন ‘পারিয়া’র প্রযোজক।

গত কাল থেকে উদযাপনের মেজাজে তথাগত। আজকাল ডট ইনকে বললেন, ‘‘রোশনাই’-এর শুটিং থেকে ছুটি নিয়েছি। দফায় দফায় আসছেন সবাই। গত সন্ধেয় রোহন ভট্টাচার্য, অঙ্গনা রায়, দেবপ্রসাদ হালদার, দেবাশিস রায়-সহ টিমের অনেকে এসেছিলেন। বই এবং আরও অনেক কিছু এনেছিলেন তাঁরা। ওঁদের উপস্থিতিতে একপ্রস্থ কেক কাটা হয়।’’ উদযাপনে বিবৃতি চট্টোপাধ্যায়ও তো ছিলেন? প্রশ্ন শুনেই দুষ্টু হাসি। আসল উত্তর এড়িয়ে জানালেন, সবার সঙ্গে বিবৃতিও ছিলেন। বুধবার, জন্মদিনের সকালেও এসেছেন অনেকে। দুপুরে মা-বাবাকে নিয়ে খেতে বেরিয়েছিলেন পরিচালক-অভিনেতা। পাতে ছিল প্রিয় কন্টিনেন্টাল।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)