সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনের চর্চিত জুটি অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। 'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউই।
 
 এতদিন হাসিমুখে বহু অনুষ্ঠানে ধরা দিয়েছেন তাঁরা। এবার জানা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি। এই জল্পনা এখন তুঙ্গে। বলিপাড়ার অন্দরের খবর, কয়েক সপ্তাহ আগেই আলাদা হয়েছে বিজয়-তমন্নার পথ।
 
 জানা যাচ্ছে, তমান্না নাকি তাড়াতাড়ি বিয়ে করে সংসার শুরু করতে চেয়েছিলেন। কিন্তু এখনও প্রস্তুত নন বিজয়। তাই বিচ্ছেদের পথে হাঁটলেন জুটিতে। সম্প্রতি সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী। সেখানে নিজের 'এক তরফা' ভালবাসার কথাও প্রকাশ করলেন।
 
 তমান্নার কথায়, "ভালবাসা ও সম্পর্ক, এই দু'টি বিষয় মানুষ প্রায়ই গুলিয়ে ফেলেন। আমি শুধুই নারী-পুরুষের সম্পর্কের নিরিখে কথাটা বলছি না। বন্ধুদের সমীকরণের ব্যাপারেও একই কথা বলব। ভালবাসায় কোনও শর্ত চলে না। ভালবাসা সব সময়েই শর্তহীন হয়। যে মুহূর্তে ভালবাসার সঙ্গে শর্ত চলে আসে, তখন থেকেই সম্পর্কে ঘাটতি হতে থাকে।"
তমান্না আরও বলেন, "ভালবাসা সব সময়েই এক তরফ থেকেই হয়। দুটো মানুষ ভালবাসার সম্পর্কে জড়ায় এবং তারপরে পরস্পরের থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ চলে আসে, তখনই ভালবাসা শুধুই দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়।"
