সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


জুটিতে সিদ্ধার্থ-তমান্না


সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধছেন তমান্না ভাটিয়া। আসছে দীপক মিশ্রর ফোক থ্রিলার 'ভান'। আগেই ছবির নায়ক হিসাবে সিদ্ধার্থের উল্লেখ করেছিলেন পরিচালক। এবার জানা যাচ্ছে, ছবির নায়িকা হিসাবে থাকছেন তমান্না। চলতি বছর জুনে শুটিং শুরু হবে ছবির। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬-এ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। 

কিয়ারাকে কী উপহার দিলেন সিদ্ধার্থ?

 

আর কিছুদিনের মধ্যেই প্রথম সন্তান আসবে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ঘরে। সেই খুশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কোটি টাকার উপহার দিলেন সিদ্ধার্থ। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, কিয়ারার জন্য টয়োটা ভেলফিলের লাক্সারি গাড়ির নতুন মডেলটি কিনেছেন সিদ্ধার্থ। এই বিলাসবহুল গাড়ির মূল্য প্রায় ১.১২ কোটি টাকা। 


নতুন চিত্রনাট্যে কাজ শুরু শাহরুখের 

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে শাহরুখ খানের একটি ছবি। যেখানে হাতে চিত্রনাট্য নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে 'কিং খান'কে। চিত্রনাট্যের উপর লেখা 'হ্যায় না'। তবে কি নতুন কোনও ছবির কাজ শুরু করছেন তিনি? তা যদিও এখনও খোলসা নয়। এতদিন ধরে মারাঠা মন্দিরে শাহরুখ-কাজলের 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবি চলছে সকাল ১১:৩০-এ। এটি এখন একটি রীতিতে পরিণত হয়েছে। তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এর সঙ্গে শাহরুখের আরও একটি ছবি নাকি এবার প্রদর্শিত হবে। তবে কোন ছবিটি জায়গা করে নিল, তা এখনও স্পষ্ট নয়।