কৃতি শ্যাননের দিদি নূপুর শ্যাননের বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রীর ইন্ডাস্ট্রির দুই প্রিয় বন্ধু দিশা পাটানি এবং মৌনি রায়। সেই বিয়ের অনুষ্ঠান থেকেই শুরু বলিউডের নতুন প্রেম চর্চা। শোনা যাচ্ছে পাঞ্জাবি গায়ক তালবিন্দরকে নাকি মন দিয়েছেন দিশা পাটানি। তাঁদের প্রেমের জল্পনা ছড়াতেই এদিন একটি ইঙ্গিতবহ পোস্ট শেয়ার করলেন গায়কের প্রাক্তন প্রেমিকা।
তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌর এদিন ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতবহ স্টোরি শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, 'বিষয়টা এইচআইভি বা এসটিআইয়ের নয়। অনেক মানুষ অভিশাপের মতো। এরা সঙ্গে থাকলেই ভাগ্য খারাপ হয়। সব খারাপ ঘটে। তাই কার সঙ্গে শুচ্ছেন সেই বিষয়ে সতর্ক হন।'
নেটিজেনরা মনে করছেন কারও নাম না করলেও সোনি আদতে এটি দিশা পাটানির উদ্দেশ্যেই লিখেছেন যেহেতু তিনি পোস্টটি তালবিন্দরের সঙ্গে অভিনেত্রীর প্রেমের জল্পনা ছড়ানোর পর করেছেন।
সদ্যই উদয়পুরে ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়লেন কৃতি শ্যাননের দিদি নূপুর শ্যানন এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্টেবিন বেন। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন কৃতির বন্ধু দিশা পাটানি। আর এই বিয়েতে এসেই উসকে গেল তাঁর প্রেম চর্চা! দিশা পাটানি তালবিন্দরের সঙ্গে প্রেম করছেন, বলেই শুরু হয়েছে জল্পনা। কেন? কারণ নূপুরের বিয়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে দিশা হেসে হেসে অন্যদের সঙ্গে কথা বললেও এক ব্যক্তির হাত শক্ত করে ধরে রেখেছেন। আর সেই ভিডিওতেই ব্যক্তির মুখ দেখা গিয়েছে। তিনি আর কেউ নন তালবিন্দর। সেখান থেকেই নেটপাড়া দুইয়ে দুইয়ে চার করে মনে করছেন এই পাঞ্জাবি গায়ককেই মন দিয়েছেন অভিনেত্রী। যদিও তাঁরা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি। বিয়ের পর দিন নূপুর শ্যানন এবং স্টেবিন বেনের রিসেপশনেও হাজির ছিলেন দিশা পাটানি এবং তালবিন্দর। যদিও তাঁরা এই জল্পনার পর একসঙ্গে অনুষ্ঠানে ঢোকেননি। তালবিন্দর অভিনেত্রী মৌনি রায়ের সঙ্গে আগে অনুষ্ঠানে আসেন। তার পিছনে পিছনেই আসেন দিশা। হয়তো জল্পনা এড়ানোর জন্যই এদিন তাঁরা আলাদা এসেছিলেন। কিন্তু সে যাই হোক, টিনসেল টাউনের এখন হট কেক যে তাঁদের প্রেমের জল্পনা সেটা বলার অপেক্ষা রাখে না।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, তালবিন্দর যখন মঞ্চে পারফর্ম করেন তিনি মুখে মাস্ক পরে থাকেন। এর মূল উদ্দেশ্য যাতে সকলে তাঁর গান এবং সেই গানের পিছনে থাকা অনুভূতির দিকে মন দেন। বর্তমানে এটাই তাঁর স্টাইল হয়ে উঠেছে। তালবিন্দর 'ধুনঢালা', 'কাম্মো জি' সহ একাধিক হিট গান উপহার দিয়েছেন। অন্যদিকে দিশা পাটানির হাতেও বর্তমানে একাধিক ছবির কাজ রয়েছে। তাঁকে আগামীতে 'আওয়ারাপান ২' ছবিতে দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'।
