সময় এসেছে ক্যামেরার পিছনে থাকা মানুষদের সামনে আসার, একটা ভাল কাজের পিছনে কলাকুশলীদের যে কি অবদান তা অজানাই থেকে যায় বহু মানুষের, উপেক্ষিত থেকে যান তাঁরা। তবে আর নয়। ফেডারেশনের উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত এক অনন্য সম্মান। ক্যামেরার পেছনে থাকা মানুষেরা এবার আলোর সামনে, তাঁদের যোগ্য কাজের জন্য দেওয়া হল বিশেষ সম্মান, 'ফেডারেশন উৎকর্ষ সম্মান'। 

 

রবিবার টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত হল এই অনুষ্ঠান। এদিন চলচ্চিত্র বিভাগে দেওয়া হল ২৬ টি পুরস্কার। টেলিভিশন এবং ওটিটি বিভাগেও দেওয়া হল ২৬টি পুরস্কার। এমন একটি দারুণ ভাবনার পেছনে রয়েছেন যে মানুষটা, তিনি আর কেউ নন, বরং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। 

 

এদিন স্বরূপ বিশ্বাসের ডাকে হাজির ছিলেন বহু টলি তারকা। এসেছিলেন টলিউডের 'জেষ্ঠ পুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছিলেন দেব, কৌশিক গাঙ্গুলি, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পাভেল, জয়দীপ মুখোপাধ্যায়, জুন মালিয়া সহ আরও অনেকে। টেলিভিশনের পরিচালকের মধ্যে ছিলেন সুশান্ত দাস, শ্রীজিৎ রায়, বাবু বণিকের মতো আরও অনেকে। ছিলেন এসভিএফ-এর শ্রীকান্ত মোহতাও। 

 


অনুষ্ঠানের মঞ্চ থেকে স্বরূপ বিশ্বাস বলেন, "এই একটা বছর আমাদের উপর থেকে অনেক ঝড় বয়ে গিয়েছে। অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়েছি আমরা‌। কিন্তু একজোট হয়ে লড়াই করাটাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে স্থির থেকেছি সবাই। টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে কোনও বিভেদ নেই, দ্বন্দ্ব নেই। আমরা একে অপরের পরিপূরক। যাঁরা আমাদের কাজে প্রতিনিয়ত দিনরাত এক করছেন আজ তাঁদের সম্মানিত করার পালা। এটা শুরু, এবার থেকে প্রতি বছর এই উদ্যোগে সামিল হবে আমরা।"

 


প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "আমায় যাঁরা চেনেন তাঁরা জানেন বুম্বাদা মন থেকে না চাইলে কোথাও যায় না। আজ মনের টানে এখানে এসেছি। টেকনিশিয়ান স্টুডিও আমাদের কাছে আবেগের জায়গা। সেই জায়গায় এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এটা শুনেই খুশি হয়েছিলাম। 
একটা ছবির অন্যতম পার্ট আমাদের টেকনিশিয়ানরা। আগে কেন এই উদ্যোগ নেওয়া হয়নি সেটাই ভাবছি। যাই হোক স্বরূপ বাবুর আয়োজনে প্রতি বছর এই সম্মান দেওয়া হোক, এটাই চাই।"

 

শ্রীকান্ত মোহতার কথায়, "এখান থেকেই প্রথম ছবির কাজ শুরু করেছিলাম, তাই আজ নস্টালজিক লাগছে। খুব ভাল লাগছে এই উদ্যোগে সামিল হতে পেরে।" 

 


কলাকুশলীদের ভবিষ্যতের জন্য নানা ধরনের নতুন ভাবনা করে চলেছে ফেডারেশন, শিল্পীদের পাশাপাশি কলাকুশলীদের একইরকমভাবে এগিয়ে রাখা উচিত বলে বিশ্বাস এই সংগঠনের। কারণ কলাকুশলীদের ছাড়া যে কোনও কাজ অসম্পূর্ণ, তবে তাঁদেরকে সেইভাবে কখনই সম্মানিত করা হয়নি, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান হলেও বেশিরভাগ সময় ব্রাত্য থেকেছেন তাঁরা। তবে কলাকুশলীদের জন্য সবসময় লড়াই করে চলেছে ফেডারেশন এবং তার সভাপতি স্বরূপ বিশ্বাস। কিছুদিন আগেও শিল্পী ও কলাকুশলীদের মানসিক সুস্থতার কথা মাথায় রেখে এক বড় সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। 

 


কলাকুশলীরা যাতে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকেন, কাজের ক্ষেত্রে তাঁদের অনিশ্চয়তা খানিকটা হলেও কমে সেই দিকে নজর দিচ্ছেন সভাপতি স্বরূপ বিশ্বাস। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাবনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল ফেডারেশন, যা সত্যিই প্রশংসনীয়। যে কলাকুশলীদের কথা এত বছর মানুষ জানতেই পারেননি, দারুণ সমস্ত কাজের পিছনে আসলে কারা কারা থাকেন তাদেরকে চেনেননি,  এবার তাঁদের পরিচয় সামনে আসার সময়। ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকেই।