একটি নিজস্বী থেকে শুরু। তার পর অন্তহীন জল্পনা। টলিউডে ফিসফাস, প্রেম করছেন সৃজিত মুখোপাধ্যায় এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। একে অপরকে নাকি চোখে পরিচালক এবং নায়িকা। দু’জনেই যদিও বলছেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। সম্প্রতি শহরের এক কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আবার রবিবার ইন্ডাস্ট্রির এক পার্টিতেও এলেন জুটি বেঁধে। নিছক বন্ধুত্বই কি এহেন ঘনিষ্ঠতার একমাত্র কারণ?
আজকাল ডট ইন-কে সুস্মিতা বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি আর সৃজিত শুধুই ভাল বন্ধু। দু’জন বন্ধু কি একসঙ্গে কোথাও যেতে পারে না? আমাদের মধ্যে সত্যিই যদি প্রেম থাকত, তা হলে নিশ্চয়ই এভাবে খোলাখুলি সব জায়গায় একসঙ্গে আসতাম না। কিছুটা লুকোছাপা থাকত। কিন্তু আমরা তো কোনও রাখঢাকই করছি না।”
সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। শুটের ফাঁকেই বন্ধুত্ব। কাজ শেষ হলেও যোগাযোগে ছেদ পড়েনি। স্বভাবে স্বল্পভাষী সৃজিতের পাশে সুস্মিতার প্রাণোচ্ছ্বল উপস্থিতি যেন এখন এক অলিখিত নিয়ম। নায়িকা যদিও সে সব মানতে রাজি নন। তাঁর কথায়, “আমাদের ছবি মুক্তি পেতে চলেছে। একসঙ্গে কাজ করেছি। আমাদের একসঙ্গে দেখা যাওয়ার নেপথ্যে সেটা একটা বড় কারণ। ভবিষ্যতে আমি অন্য কারও সঙ্গে কাজ করব। তখন কাজের সুবাদে তাঁর সঙ্গেও যে আমায় দেখা যাবে না, এ কথা কে বলতে পারে!”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Srijit Mukherji (@srijitmukherji)
সুস্মিতা উঠতি নায়িকা। অন্য দিকে, সৃজিত ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত পরিচালক। নিন্দকেরা বলছেন, ভাল কাজের তাগিদেই নাকি অসম বন্ধু্ত্বে ডুবেছেন মিষ্টি হাসির কন্যে। অবিরত ধেয়ে আসছে কটাক্ষ। সুস্মিতার কথায়, “এগুলো নিয়ে আর বিশেষ ভাবি না। পরিশ্রম করে বিখ্যাত হলে টেনে নামানোর চেষ্টা হবেই। ২০২১ সালে প্রথম ছবি। তার পর যতগুলো কাজ করেছি, সেগুলো নিজের জোরেই পেয়েছি। খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না। এখন ইন্ডাস্ট্রিতে আমার নিজের একটা জায়গা তৈরি হয়েছে। আর আমাদের বন্ধুত্ব হওয়ার আগেই ও আমায় ছবিতে নেয়। তারপর আমরা বন্ধু হই।”
বলিউড অভিনেতা শরমন জোশীর সঙ্গে অভিনয় করছেন সুস্মিতা। ছবির নাম ‘ভালবাসার মরশুম’। নায়িকার কথায়, “ছোটবেলা থেকে ওঁর প্রচুর ছবি দেখেছি। থ্রি ইডিয়টস আমার খুব প্রিয়। মানুষটার মধ্যে কোনও তারকাসুলভ ভাব নেই। এমন ভাবে কথা বললেন, যেন আমি বহু দিনের চেনা। ওঁর সঙ্গে কাজ করব ভেবে ভীষণ ভাল লাগছে।”
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে শুরু হবে ছবির শুট। তারপর কাজ চলবে মুর্শিদাবাদে। আপাতত দম ফেলার সময় নেই সুস্মিতার। তবে কি জীবন থেকে ‘প্রেম-টেম’পুরোই বাদ? সেই উত্তর সময়ের কাছে রাখা।