একটি নিজস্বী থেকে শুরু। তার পর অন্তহীন জল্পনা। টলিউডে ফিসফাস, প্রেম করছেন সৃজিত মুখোপাধ্যায় এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। একে অপরকে নাকি চোখে পরিচালক এবং নায়িকা। দু’জনেই যদিও বলছেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। সম্প্রতি শহরের এক কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আবার রবিবার ইন্ডাস্ট্রির এক পার্টিতেও এলেন জুটি বেঁধে। নিছক বন্ধুত্বই কি এহেন ঘনিষ্ঠতার একমাত্র কারণ?

আজকাল ডট ইন-কে সুস্মিতা বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি আর সৃজিত শুধুই ভাল বন্ধু। দু’জন বন্ধু কি একসঙ্গে কোথাও যেতে পারে না? আমাদের মধ্যে সত্যিই যদি প্রেম থাকত, তা হলে নিশ্চয়ই এভাবে খোলাখুলি সব জায়গায় একসঙ্গে আসতাম না। কিছুটা লুকোছাপা থাকত। কিন্তু আমরা তো কোনও রাখঢাকই করছি না।”

সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। শুটের ফাঁকেই বন্ধুত্ব। কাজ শেষ হলেও যোগাযোগে ছেদ পড়েনি। স্বভাবে স্বল্পভাষী সৃজিতের পাশে সুস্মিতার প্রাণোচ্ছ্বল উপস্থিতি যেন এখন এক অলিখিত নিয়ম। নায়িকা যদিও সে সব মানতে রাজি নন। তাঁর কথায়, “আমাদের ছবি মুক্তি পেতে চলেছে। একসঙ্গে কাজ করেছি। আমাদের একসঙ্গে দেখা যাওয়ার নেপথ্যে সেটা একটা বড় কারণ। ভবিষ্যতে আমি অন্য কারও সঙ্গে কাজ করব। তখন কাজের সুবাদে তাঁর সঙ্গেও যে আমায় দেখা যাবে না, এ কথা কে বলতে পারে!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Srijit Mukherji (@srijitmukherji)