নতুন বছরের শুরুতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী রইল রাজস্থানের জয়সলমের। শুক্রবার সেখানে ধুমধাম করে অনুষ্ঠিত হল ‘বর্ডার ২’  ছবির প্রথম গান প্রকাশ অনুষ্ঠান। সেই মঞ্চেই প্রয়াত বাবা ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগে ভেঙে পড়লেন সানি দেওল। যুদ্ধভিত্তিক এই ছবির সঙ্গে যে তাঁর জীবনের এক গভীর অনুভূতির যোগ রয়েছে, তা স্পষ্ট হয়ে উঠল অভিনেতার কথায়।

রাজস্থানের জয়সলমেরে আয়োজিত অনুষ্ঠানে নির্মাতারা প্রকাশ করেন ‘ঘর কব আওগে ’ গানটি। এটি ১৯৯৭ সালের জে. পি. দত্ত পরিচালিত ‘বর্ডার’  ছবির জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’এর নতুন রূপ। গানে দেখা গিয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টিকে। গানটি শোনামাত্রই দর্শকদের মনে পুরনো স্মৃতি ফিরে আসে। তবে সানি দেওলের কাছে এই মুহূর্তটি ছিল আবেগে ভরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সানি তাঁর বাবা ধর্মেন্দ্রকে স্মরণ করে বলেন, ছোটবেলায় বাবার অভিনীত ‘হকিকত ’ ছবি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই ছবিই তাঁকে যুদ্ধভিত্তিক সিনেমা করার অনুপ্রেরণা জুগিয়েছিল। সানি জানান, অভিনেতা হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, বাবার মতোই একটি অর্থপূর্ণ যুদ্ধের ছবি করবেন। এরপর জে. পি. দত্তের সঙ্গে কথা বলে ‘বর্ডার’  ছবির পরিকল্পনা হয়।

সানি কখনও ভাবেননি এই ছবি এত সংখ্যক তরুণকে অনুপ্রাণিত করবে। বহু সেনা তাঁর সঙ্গে দেখা করে জানিয়েছেন, ‘বর্ডার ’ দেখার পরই তাঁরা সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই কথাগুলো বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা। শেষে তিনি বলেন, “এই মুহূর্তে বেশি কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই, তবে একটি কথাই বলতে চাই। এই ছবির আওয়াজ যেন লাহোর পর্যন্ত পৌঁছে যায়।”

উল্লেখ্য, ‘বর্ডার ২’ ছবিতে মূল ‘বর্ডার’  ছবির অভিনেতা সুনীল শেট্টি, অক্ষয় খান্না ও সুদেশ বেরিকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ২৩ জানুয়ারি।

‘বর্ডার ২’ ১৯৯৭ সালের আইকনিক দেশপ্রেমমূলক ছবি ‘বর্ডার’-এর উত্তরসূরি হিসেবে তৈরি হচ্ছে। ভারতীয় সেনার সাহস, ত্যাগ ও দেশরক্ষার গল্পকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরবে এই ছবি। আধুনিক যুদ্ধপরিস্থিতি, আবেগঘন মানবিক সম্পর্ক এবং দেশপ্রেমের মেলবন্ধনই ‘বর্ডার ২’-এর মূল শক্তি। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। বক্স অফিসে এটি কেমন ব্যবসা করে, এখন সেটাই দেখার।