নতুন প্রেমের গল্প নিয়ে হাজির ‘ভালবাসার রং রুট’। এখানে প্রেম শুধু দু’টি হৃদয়ের মিল নয়, বরং সমাজের তৈরি করা পুরনো নিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর এক প্রতিবাদ। যে কলকাতার রাস্তায় প্রতিদিন হাজারও বাস ছুটে চলে, সেখানেই স্টিয়ারিং হাতে এক নারী। আর হাসপাতালের করিডরে সাদা ইউনিফর্মে দায়িত্ব সামলাচ্ছেন এক পুরুষ, যার পেশাকেই সমাজ আজও সহজে মেনে নিতে চায় না। লিঙ্গভিত্তিক ধারণার বেড়াজাল ভেঙে, আত্মসম্মান আর ভালবাসার পথে হাঁটা এই দুই মানুষের জীবনকে কেন্দ্র করেই এগিয়ে চলবে এই ধারাবাহিক।

গল্পের কেন্দ্রে রয়েছে রূপাই। সে বাস চালায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে রূপাই ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে বড় হয়েছে। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে কাকার কাছ থেকেই সে বাস চালাতে শিখে নেয়। ব্যস্ত কলকাতার রাস্তায় পাবলিক বাস চালিয়ে রূপাই প্রতিদিনই প্রশ্ন ছুড়ে দেয় সমাজের চোখে। বাস চালানো কি শুধু পুরুষের কাজ? পুরুষ যদি পারে, নারী পারবে না কেন? তার জীবনযাপনই ভেঙে দেয় প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকার ধারণা।

অন্য দিকে রয়েছে রেহান। একজন পুরুষ নার্স। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হলেও অসুস্থ মানুষের সেবার ইচ্ছা থেকেই তিনি বেছে নেয় নার্সিং পেশা। সমাজ যেখানে এই কাজকে ‘নারীর পেশা’ বলে দাগিয়ে দেয়, সেখানে রেহান নির্দ্বিধায় দাঁড়ায় নিজের সিদ্ধান্তে। ধারাবাহিকটি প্রযোজনার দায়িত্বে সুশান্ত দাস।

রূপাইয়ের চরিত্রে দেখা যাবে মিষ্টি সিংহ রায়কে। রেহানের ভূমিকায় ইন্দ্রনীল চ্যাটার্জি। নায়কের কথায়, “ভালবাসা রং রুট একদম আলাদা একটা প্রোজেক্ট। এই ধরনের গল্প বাংলা ধারাবাহিকে আগে দেখা যায়নি। মুখ্য দু’টি চরিত্রকে একদম অন্য রকম পেশায় দেখা যাবে। আমার চরিত্রটি একজন পুরুষ নার্সের। যখনই আমরা নার্সের কথা বলে থাকি, তখন মেয়ের কথা ভাবা হয়। কিন্তু এখানে ধারাবাহিকের মুখ্য চরিত্র একজম পুরুষ নার্সের ভূমিকায় থাকবে।”

তিনি আরও বলেন, “আমাদের সিরিয়ালের প্রোমের একটা ট্যাগলাইন আছে। ‘সেবা করার অধিকার কি শুধু মেয়েদের?’ এখানে আমার চরিত্রটি বোঝাতে চাইছে যে, শুধু মেয়েরা নয়, ছেলেরাও সেবা করতে পারে। এবং যত্ন সহকারে করতে পারে।”

ধারাবাহিকটির প্রোমো ইতিমধ্যেই শুট হয়ে গিয়েছে। এখন চলছে জোরকদমে প্রস্তুতি। চরিত্রকে আরও নিখুঁত করে তুলতে ওয়ার্কশপে ব্যস্ত নায়ক-নায়িকা। এই গল্পের ভাবনা ও উপস্থাপন একেবারেই আলাদা বলে মনে করছেন ইন্দ্রনীল। তাঁর বিশ্বাস, সমাজের পরিচিত গণ্ডি ভাঙা এই ভিন্ন স্বাদের ধারাবাহিক দর্শকের মন ছুঁয়ে যাবে। শীঘ্রই সান বাংলায় দেখা যাবে ‘ভালবাসার রং রুট’।