নিজস্ব সংবাদদাতা: টলি পাড়ায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক আসার খবর। টিআরপি তালিকায় জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেমেছে বিনোদন চ্যানেল। সান বাংলায় আসছে দু'টি নতুন ধারাবাহিক। আসছে 'দেবীবরণ' ও 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'।
'দেবীবরণ' ধারাবাহিকের মাধ্যমে আবারও সান বাংলায় ফিরছেন অভিনেত্রী অ্যানমেরি টম। এই ধারাবাহিকে অ্যানমেরির সঙ্গে জুটি বাঁধবেন সিদ্ধার্থ সেন। অ্যানমেরি ও সিদ্ধার্থের জুটিকে দর্শক আগে দেখেছিলেন 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে। এই জুটিকে বহুদিন ধরেই ছোটপর্দায় ফেরানোর অনুরোধ আসছিল। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই কি এই জুটিকে ফেরাচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল।
এক অন্যরকম ভালবাসার ছবি ফুটে উঠবে নতুন ধারাবাহিক 'দেবীবরণ'-এ। পরিচালনায় আকাশ সেন। ধারাবাহিকের গল্প এগোবে মধুডিহি নামক এক গ্রামকে কেন্দ্র করে। সেই গ্রামের মেয়ে দেবযানী। সারাদিন ঠাকুর দেবতার সেবায় নিজেকে মগ্ন করে রাখে সে। আর অন্যদিকে শহরের বড় ডাক্তার অনিকেত। বাবা-মা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ভগবানের উপর থেকে সব ভরসা উঠে গিয়েছে তার। কিন্তু এই বিপরীত মেরুর দুই মানুষের মনের মিল কীভাবে হবে? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।
অন্যদিকে আসছে আরও এক নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। পরিচালনায় কিরণ ধর। বাংলা টকিজের ব্যানারে আসছে এই ধারাবাহিক।
গল্পে নায়িকা 'আলো' ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয় পত্রিকা'র সম্পাদক 'উদয়ন সিংহ রায়'-এর পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা 'রুদ্র সিংহ রায়'-এর স্ত্রী। সংসারের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর তাঁর। প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তার প্রতি কোনও নজর নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান। আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না।
তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে। আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন কী পূরণ হবে? এই গল্পই বলতে আসছে নতুন ধারাবাহিক।
দুই ধারাবাহিকই আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হবে সান বাংলার পর্দায়। প্রতিদিন রাত আটটা থেকে দেখা যাবে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ও প্রতিদিন রাত সাড়ে আট'টায় দেখা যাবে 'দেবীবরণ'।
