নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ভিডিও বৌমা'।‌ এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁরা 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 

 


আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা‌। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। গল্পে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে মাটিকে বিয়ে করে আকাশ। তবে এবার কটাক্ষের মুখে পড়েছে এই মেগা। ‘ভিডিও বৌমা’র নতুন পর্বে দেখা যায়, নায়কের চোখ খুলে ঝুলে পড়েছে। পর্ব থেকে ক্লিপিং ছড়িয়ে পড়তেই চরম কটাক্ষ নেটপাড়ায়। আর সেই দৃশ্য দেখে দর্শকদের হাসি থামছেই না!

 


গল্পে মাটির ভাইকে ভয় দেখাতে গিয়ে এমন অভিনয় করে আকাল, যেখানে তাঁর একটি চোখ যেন বাইরে ঝুলে পড়েছে! যদিও এটি একটি মজার দৃশ্য হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু চোখের এই অবাস্তব দৃশ্য এবং তাতে নায়কের স্বাভাবিক আচরণ দেখে নেটিজেনরা হতবাক নেটিজেনরা। এই ধারাবাহিকের গল্পকে গাঁজাখুরি বলতেও ছাড়ছেন না দর্শক।