নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'শুভ বিবাহ' শুরু থেকেই নিত্য নতুন টুইস্টের কারণে দর্শক মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে এই প্রথমবার জুটি হিসেবে দর্শক দেখছেন হানি বাফনা ও সোনামণি সাহাকে। গল্পে 'সুধা' ও 'তেজ'-এর পরিণত প্রেম দেখে এই জুটিকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শক। টিআরপি তালিকায় ধরাও পড়ছে সেই ছবি। 

 

 

সুধার অতীত জানার পরেও তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে তেজ। সুধার প্রতি ধীরে ধীরে দুর্বল হতেও শুরু করেছে সে। কিছুদিন আগেই দেখা যায় বর্ষার রাতে প্রেমের জোয়ারে ভেসে যায় তেজ-সুধা। জ্বরে কাতর সুধার নিজের হাতে সেবা করতে করতে কখন যে তার প্রেমে পড়ে যায় তেজ, তা নিজেই বুঝতে পারেনা। কিন্তু এদিকে সময় যত এগোচ্ছে ততই নানা কারণে সুধার সঙ্গে তৈরি হচ্ছে ঠাম্মির দূরত্ব। তবে স্ত্রীকে প্রতিবারই কোন না কোনভাবে বাঁচিয়েছে তেজ। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে জমজমাট প্রোমো। যা দেখে রীতিমত চমকে গেছেন দর্শক। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গিয়েছে ঠাম্মির জন্মদিনের উপলক্ষে বিরাট আয়োজন করে সুধা। আর সেটা দেখেই বাড়ির চাবি সুধার হাতে তুলে দেন ঠাম্মি। কিন্তু শর্ত একটাই মিথ্যে বলা যাবে না কোনওদিন। কোনও কিছু লুকোনো যাবে না। 

 

ঠাম্মির এই কথা শুনে সুধা তখনই হাত সরিয়ে নেয়। ঠাম্মিকে সে জানায় সে ডিভোর্সি। সুধার কথা শুনেই চাবিটা হাত থেকে পড়ে যায় ঠাম্মির। কিন্তু মাটিতে পড়ার আগেই সেটা ধরে নেয় তেজ। ঠাম্মিকে বুঝিয়ে স্ত্রীর পাশে কি দাঁড়াবে তেজ? জানতে হলে দেখতে হবে 'শুভ বিবাহ'র মহা সপ্তাহ।