শুভশ্রী গঙ্গোপাধ্যায় একের পর এক চমক দিয়ে চলেছেন তাঁর অনুরাগীদের। কখনও তিনি 'তিতলি', কখনও 'অনুমিতা', কখনও অন্য কিছু। তাঁর অভিনয় বারংবার মুগ্ধ করছে দর্শকদের। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটানোর পরও নিজেকে ভেঙে প্রমাণ করে চলেছেন। কিন্তু আচমকা কী ঘটল যে তাঁকে নিয়ে পরিচালক, অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় লিখলেন, 'বাধ্য করেছে তার জন্য কলম ধরতে'? না না, ঘাবড়াবেন। পরিচালক অভিনেত্রীর প্রশংসা করেই চিঠি লিখেছেন তাঁকে। 

সদ্যই শেষ হয়েছে 'ওয়েটিং রুম' ছবির শুটিং। সেটারই কিছু ক্লিপ এদিন ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নায়িকাকে। তাঁর চরিত্রের নাম 'দীপা'। ছবির শুটিংয়ের আগে শুভশ্রীর জন্য লেখা চিঠিতে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, 'আমার সিনেমার সংসারে গৃহপ্রবেশ হোক এই ছবির হাত ধরে। একজন অভিনেত্রীর অদম্য নিষ্ঠা ও একাগ্রতা আমায় বাধ্য করেছে তার জন্য কলম ধরতে। আমাদের যাত্রা শুভ হোক। ভালবাসা সহ কৌশিক।' প্রসঙ্গত, এর আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 'গৃহপ্রবেশ' ছবিতে স্ক্রিন ভাগ করেছিলেন। সেখানে অভিনেত্রীর শ্বশুর হয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক-অভিনেতার পরিচালিত 'ধূমকেতু' ছবিটিও এই বছর মুক্তি পেয়েছে শুটিংয়ের ১০ বছর পর। সেখানেও নায়িকা হিসেবে ছিলেন শুভশ্রী। আবারও তাঁরা 'ওয়েটিং রুম' ছবিতে পরিচালক-অভিনেত্রী হিসেবে জুটি বাঁধলেন। 

এই ছবির সফরের অভিজ্ঞতা ভাগ করে তিনি এদিন লেখেন, 'আরও একটা গল্প বলা শেষ। এই গল্প খুব ভাগ্য করলে একজন শিল্পীর কাছে আসে। এই গল্প একজন শিল্পীর পরিশ্রমের ফল। শুধু মাত্র ধন্যবাদ বা নানা কথার মাধ্যমে প্রমাণ করা সম্ভব না, আমার কৃতজ্ঞতা কৌশিক দা। প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা। দীপা নামের অর্থ হল আলোকিত, উজ্জ্বল। দীপা আসবে অনেকটা আলো নিয়ে, একটু তাপ, আর একটু ছায়া নিয়ে। সেটার জন্য আপনাদের ওয়েট করতে হবে 'ওয়েটিং রুম' -এর জন্যে।' 

তবে ছবিটি চলতি বছরে মুক্তি পাবে না। ২০২৬ সালে কখন মুক্তি পাবে সেটার দিকেই নজর থাকবে সকলের। এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে কিছুদিন আগেই। সেখানে নায়িকার হাতে রক্তাক্ত ছুরি, চোখে মুখে রক্তের ছিটে দেখা গিয়েছে। তবে এই ছবি থ্রিলার নয়। তবে কোন গল্প বলবে সেটা জানতে এখন 'ওয়েট' করা ছাড়া উপায় নেই। দেওঘর, মধুপুর সহ নানা জায়গায় এই ছবির শুটিং হয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, রেশমি সেন, প্রদীপ ভট্টাচার্য, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, প্রমুখকে। ইন্দ্রদীপ দাশগুপ্ত সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। 

প্রসঙ্গত, সদ্যই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'অনুসন্ধান'। সেখানে তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের।