আর কয়েক দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। ১৩ বছর পর ফের দেব-শুভশ্রীর পুরনো রসায়ন চাক্ষুষের অপেক্ষা ফুরিয়ে এল প্রায়। সেই ছবির প্রচারের সুবাদেই প্রায় এক দশক পর মুখোমুখি হন নায়ক-নায়িকা। আর নস্টালজিয়ার পথ ধরে অতীতে ফেরেন অনুরাগীরা। এক সময় প্রেমের সম্পর্কে ছিলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই প্রেম ভেঙে বহুকাল। যে যাঁর মতো করে এগিয়েছেন জীবনে। তবু দুই প্রাক্তনের সাক্ষাতের রেশ যেন কাটিয়ে ওঠেনি শহর। নেটপাড়ায় মিমস্রস্টাদের নতুন রসদ তাঁরাই।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করেছেন শুভশ্রী। কী আছে সেটিতে? পুরো মিমটি দু'ভাগে বিভক্ত। উপরের দিকে রয়েছেন দেব-শুভশ্রী। সেখানে লেখা, 'এঁদের দেখে বন্ধুত্ব করার জন্য এক্সকে মেসেজ করেছিলাম'। মিমটির নিচের দিকে দেখা যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ বেঁধে বেদনায় কাতর এক যুবককে। পাশে বসে তাঁর প্রেমিকা। সেই ছবির সঙ্গে লেখা, 'প্রেমিকা দেখে ফেলেছে'। অর্থাৎ মিমের ভাবার্থ এই যে, দেব-শুভশ্রী দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রাক্তনকে বন্ধুত্বের বার্তা দেওয়ার পরেই রাগে সেই যুবকের এমন করুণ পরিণতি। নেপথ্যে তারই প্রেমিকা।
দেবের সঙ্গে ভেঙে যাওয়া প্রেম এবং তারপরের বন্ধুত্ব নিয়ে শুভশ্রী যে আর কোনও রাখঢাক নেই, তা বেশ স্পষ্ট। মঞ্চের খুনসুটি হোক বা খোশমেজাজে পোস্ট করা ইনস্টাগ্রাম স্টোরি, অতীতকে আর আড়াল করছেন না নায়িকা। তাই নিজেদের ছবি হিট সব গানে একসঙ্গে নাচ থেকে পুরনো সংলাপ আওড়ানো, সবটাই করে ফেলেছেন খুব সহজে।
আরও পড়ুন: 'করিনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার স্মৃতি মনে করি এখনও'! অর্জুনের কথায় ছিছিক্কার! কেন এমন বলেন নায়ক
১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটির ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত। আজকাল ডট ইন-কে তেমনই জানিয়েছেন টলিউডের বাণিজ্য বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়া। তাঁর মতে, ছবিটি অচিরেই হতে পারে চলতি বছরের সবচেয়ে বড় হিট। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রসায়ন তার নেপথ্যে বৃহত্তম অনুঘটক। তারই সঙ্গে উপরি পাওনা কৌশিকের পরিচালনা। পঙ্কজের কথায়, "দেব-শুভশ্রীর জুটি সহজেই একটি ছবিকে সফল করে তুলতে পারে। অতীতেও তার অজস্র নজির আছে। পাশাপাশি 'ধূমকেতু'র মতো ছবি আজ থেকে ন'বছর আগে মুক্তি পেলে তা একটা এক্সপেরিমেন্ট হত। কিন্তু আজ এই ধরনের ছবির একটি বাজার তৈরি হয়েছে। গ্রহণযোগ্যতা আছে।"

বিগত কয়েক বছরে বাণিজ্যিক ছবির পাশাপাশি বিষয়ভিত্তিক ছবিতেও নিজেদের জায়গা তৈরি করেছেন দেব-শুভশ্রী। সেগুলির মধ্যে বেশ কিছু ব্যবসা-সফল। ২০২৪-এ মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' বক্স অফিসে ভাল আয় করে। দেবের ছক ভাঙা অভিনয়ও সেখানে প্রশংসিত। অন্য দিকে, ইন্দ্রদ্রীপ দাশগুপ্তের 'গৃহপ্রবেশ'-এ নজর কেড়েছেন শুভশ্রী। চলতি বছরের হিট ছবির তালিকায় এটি অন্যতম। বাণিজ্য বিশেষজ্ঞের কথায়, "ওরা দু'জন্যেই যেহেতু কমার্শিয়াল ছবির বাইরে গিয়ে নিজেদের জন্য দর্শক তৈরি করতে পেরেছে। সেক্ষেত্রে ধূমকেতুর মতো একটি ছবির ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। দেব-শুভশ্রী জুটির সঙ্গে অনুপম রায়ের গান প্রেক্ষাগৃহে দর্শক টানবে বলেই আমার বিশ্বাস। কারণ এই নতুন বিষয়গুলি সিনেমাপ্রেমীদের মুগ্ধ করবে"।
এক যুগ অপেক্ষার পর অবশেষে পর্দায় জাদুকাঠি ছুঁইয়ে দেবে 'ধূমকেতু'। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন নায়ক-নায়িকা। ফের কি একসঙ্গে দেখা যাবে তাঁদের? উত্তর দেবে সময়।
