নিজস্ব সংবাদদাতা: ছেলে ইউভানের বয়স চার হতে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছর নভেম্বরে মেয়ে ইয়ালিনির এক বছরের জন্মদিন পালন করেছিলেন এই তারকা জুটি। চলতি বছর বাগদেবীর আরাধনায় শুভশ্রী জানিয়েছিলেন, আগামী বছর হাতেখড়ি হবে ছোট্ট ইয়ালিনির। কিন্তু এখন নিয়মিত স্কুলে যায় সে।

 

 

 

যদিও প্লে-স্কুলে যাচ্ছে ইয়ালিনি। শিখছে একটু একটু অনেককিছু। মেয়ের ধীরে ধীরে বড় হয়ে ওঠার ছোট ছোট মুহূর্তকে ফ্রেমবন্দি করে সমাজমাধ্যমে ভাগ করেন মা শুভশ্রী। এবার মেয়ের প্রথম কথা বলার ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী। 

 

 

বৃহস্পতিবার বেলা গড়াতেই শুভশ্রী একটি আদুরে ভিডিও ভাগ করেন। তাতে দেখা যাচ্ছে সকালের জলখাবার খেতে বসেছে পুরো পরিবার। তার মাঝে দাদা ইউভানকে ডাকছে ছোট্ট ইয়ালিনি। নিজের নামও বলছে সে। শুভশ্রী আবার শাশুড়ি মাকে দেখিয়ে বলেন 'ঠাম্মি' বলে ডাকতে। যদিও আধো আধো বুলিতে সেটা বলতে পারে না ইয়ালিনি। একরত্তির যে ছোট্ট দাঁত গজিয়েছে, তাও দেখা যাচ্ছে ওই ভিডিওতে। এই মিষ্টি মুহূর্ত ভাগ করে শুভশ্রী লেখেন, 'আমার ছোট্ট মেয়েটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।'

 

 

 

 

ইয়ালিনির এই কীর্তি দেখে বরাবরের মতো ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। একদিকে অভিনয়, অন্যদিকে পরিবারকে সময় দেওয়া, দু'দিকই যে দারুণভাবে সামলাচ্ছেন শুভশ্রী, তা আরও একবার স্পষ্ট।