ব্যস্ত রুটিনের ফাঁকেই নিজের জন্য সময় বার করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিবারের সঙ্গে সময় কাটান। খুনসুটিতে মাতেন দুই সন্তানের সঙ্গে। মিষ্টি সেই সব মুহূর্ত দর্শকদের সঙ্গেও ভাগ করে নেন। এই যেমন করলেন বৃহস্পতি-সকালে। একরত্তি ইয়ালিনীর সবে বুলি ফুটেছে। মায়ের সঙ্গে সেভাবেই কথা বলে সে। সদ্য পরিবারের সকলের নাম বলতে শিখেছে রাজ-শুভশ্রীর কন্যা। মা-বাবা-দাদার নাম বলে আধো আধো উচ্চারণে।

ইনস্টাগ্রাম স্টোরির ভিডিওয় দেখা গেল, সোফায় আরাম করে বসে মেয়েকে কাছে ডেকে নিলেন শুভশ্রী। মায়ের ডাকে মুহূর্তেই হাজির ইয়ালিনী। তারপরে মেয়েকে তার নাম জিজ্ঞাসা করেন নায়িকা। আধো আধো সুরে তা বলে ইয়ালিনী। এখনও সে স্পষ্ট করে ‘চক্রবর্তী’ উচ্চারণ করতে পারে না। তার মুখে তা হয়ে গিয়েছে ‘চপিতি’। এর পর শুভশ্রীর প্রশ্ন, ‘ইউভান?’ একরত্তির মেয়ের মেয়ের উত্তর ‘চপিতি’। ফের নায়িকা প্রশ্ন করেন, ‘রাজ?’ আবারও ইয়ালিনী আদর-মাখা কণ্ঠে বলে, ‘চপিতি’। সবশেষে নিজের নাম নিয়ে মেয়েকে প্রশ্ন করেন নায়িকা। তখনও ইয়ালিনীর সেই একই উত্তর। মেয়েকে শুধরে দিতে চেয়ে ফের আরও একবার প্রশ্ন করেন তিনি। ইয়ালিনীও ভুল শুধরে নেয়। আধো উচ্চারণে বলে ওঠে ‘গাঙ্গুলী’।

২০২৩ সালে ৩০ নভেম্বর রাজ-শুভশ্রীর জীবনে আসে ইয়ালিনী। দেখতে দেখতে একরত্তি দু’বছর হতে চলল। গুটিগুটি পায়ে স্কুলেও যায় সে। দাদা ইউভানের সঙ্গে মেতে ওঠে খুনসুটিতে। মায়ের সঙ্গে শুটিং সেটে যায়। বাবার কোলে চেপে পৌঁছে যায় রিহার্সালেও। সব মিলিয়ে তার রুটিনও কিন্তু কম ব্যস্ত নয়!

‘ধূমকেতু’র সাফল্য এখনও ফিকে হয়নি। তার মধ্যেই নতুন কাজ নিয়ে দম ফেলার সময় নেই শুভশ্রীর। তাঁর হাতে এখন ‘অনুসন্ধান’। স্বামী রাজ চক্রবর্তী ‘হোক কলরব’-এও দেখা যাবে তাঁকে। ছাত্র রাজনীতির উপর তৈরি রাজের নতুন ছবি। শুভশ্রীর সঙ্গেই অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, ওম সাহানি, জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য এবং অভীকা মালাকার। ছবির ঘোষণার পরেই তা নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। এই ছবির প্রস্তুতির জন্য বিশেষ ওয়ার্কশপও করিয়েছিলেন রাজ। তখনও যদিও নতুন প্রকল্প নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি তিনি।

অভিনেত্রী, মা আর স্ত্রী— তিন ভূমিকায় সমান উজ্জ্বল শুভশ্রী। ‘ধূমকেতু’-র প্রচারের পর শুভশ্রী পরিবার নিয়ে সময় কাটিয়েছেন রাজ চক্রবর্তীর হালিশহরের বাড়িতে। সেখানে ছেলেমেয়েকে নিয়ে ক্রিকেট খেলায় মেতেছেন। মা হওয়ার পর যেন আরও পরিপূর্ণ হয়েছে তাঁর জীবন। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করেন, সংসার সামলান, আবার শুটিং ফ্লোরে ফিরেও দর্শকদের উপহার দেন নতুন ছবি।