২০২৫-এ সোনা ফলাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। অন্তত তেমনটাই মনে করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিছক মুখের কথা নয়, চলতি বছরে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া ছবিগুলির সাফল্যের খতিয়ান তুলে ধরেই তাঁর এমন দাবি।
একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলা ছবির জন্য কী দারুণ একটা বছর! জুলাইয়ে আমরা একটি ব্লকবাস্টার (বেনারসে বিভীষিকা), তিনটি সুপারহিট (আমার বস, কিলবিল সোসাইটি, গৃহপ্রবেশ), তিনটি হিট (পুরাতন, সত্যি বলে সত্যি কিছু নেই এবং এই রাত তোমার আমার), স্লিপার হিট (অঙ্ক কী কঠিন) পেয়েছি। সমালোচক মহলে প্রশংসিত এবং নিরীক্ষামূলক ছবি মায়ানগর (ভেনিস), পুতুলনাচের ইতিকথা (রোটারডাম), ধ্রুবর আশ্চর্য জীবন, গুডবাই মাউন্টেন, কারণ গ্রিস আমাদের দেশ নয়, আপিস, ডিয়ার মা-ও পেয়েছি।
পাশাপাশি ‘মৃগয়া’, ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’, ‘রাস’-এর মতো ছবিগুলিরও প্রশংসা করেছেন সৃজিত। শুধু তাই নয়, রাজ্য সরকারের বাংলা ছবিকে প্রেক্ষাগৃহে বাধ্যতামূলক প্রাইম টাইম দেওয়া এবং বলিউডের সঙ্গে 'নো শো শেয়ারিং' পলিসিকে বাতিলের সিদ্ধান্তকেও প্রশংসা করেছেন। পরিচালক আরও লেখেন, ‘ধূমকেতুও তুমুল উত্তেজনার মধ্যে মুক্তি পেয়ে রেকর্ড ভেঙেছে এবং গত ১৫-২০ বছরের মধ্যে সম্ভবত প্রথম সপ্তাহের নিরীখে সর্বোচ্চ কালেকশনের রেকর্ড গড়েছে।’
চলতি বছরে আসন্ন ছবিগুলি নিয়েও আশাবাদী সৃজিত। তাঁর কথায়, ‘পুজোর সময় আরও ৮টি সম্ভাব্য ব্লকবাস্টার/সুপারহিট (রঘু ডাকাত, রক্তবীজ ২, দেবী চৌধুরানী, যতো কাণ্ড কলকাতাতেই) এবং শীতকালে (প্রজাপতি ২, বিজয়নগরের হীরে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং লৌহো গৌরাঙ্গের নাম রে) মুক্তির অপেক্ষায়, তার সঙ্গেই প্রশংসিত নধোরের ভেলা (রটারডাম) এবং প্রতিশ্রুতিশীল মায়া সত্য ভ্রম-ও পর্দায় আসার অপেক্ষায়। বাংলা সিনেমার বিরোধিতাকারী এবং নিন্দুকদের জন্য খারাপ লাগছে। আগামি বছরের জন্য শুভকামনা!
কয়েকদিন আগে, সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় খানিক বিমর্ষ ভঙ্গিতে বসে রয়েছেন সৃজিত। হাতে ধরা একটি চিত্রনাট্যের ফাইল। ছবিতে বড় বড় করে লেখা, ‘হেস্তনেস্ত করব ভাই, আজ কিন্তু ডেট চাই’। তবে চোখ টেনেছে পরিচালকের হাতে ধরে সেই চিত্রনাট্যের প্রচ্ছদের লেখা। গোটা গোটা হরফে সেখানে দেখা হচ্ছে ছবির নাম – ‘উল্কা রহস্য’। এবং ঠিক তার নীচে লেখা পরিচালনায় সৃজিত মুখার্জি। আর কাকাবাবু-প্রেমী পাঠক মাত্রেই জানেন কাকাবাবুর সিরিজের অন্যতম একটি জনপ্রিয় উপন্যাসের নাম ‘উল্কা রহস্য’! সুতরাং, সৃজিতের পোস্ট করা এই ছবি থেকেই টলিপাড়ায় কৌতূহল দানা বেঁধেছে। যদিও এই বিষয়ে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করেননি পরিচালক।
‘উল্কা রহস্য’ নিয়ে যদি সৃজিত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ঝাঁপান তাহলে ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পর সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি চতুর্থ ছবি হবে। তবে কাকাবাবুর আগের ছবিগুলোর মতো।
আপাতত পরিচালক তাঁর বহু প্রতীক্ষিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে ব্যস্ত। বড় পর্দায় সেই ছবি নিয়ে আসার দিন গুনছেন তিনি।
