সারা পিঠে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, ক্ষত। বছরের শুরুতেই কী হল প্রভাসের? না না, চমকানোর কিছু হয়নি। সবই সিনেমার খাতিরে। 

২০২৫ সালে 'স্পিরিট' নিয়ে কম হইচই হয়নি। দীপিকা পাড়ুকোনের বেরিয়ে যাওয়া, সেই জায়গায় তৃপ্তি দিমরির এন্ট্রি, ৮ ঘণ্টার শিফটের কাজ... তুমুল বিতর্ক চলেছিল সবটা মিলিয়ে। বছর বদলাতেই এই ছবি এক বিরাট চমক দিল দর্শকদের। ১ জানুয়ারি সন্দীপ রেড্ডি ভাঙার আগামী ছবির পোস্টার প্রকাশ্যে আনা হল। আর সেখানেই দেখা গেল প্রভাস এবং তৃপ্তি দিমরিকে। 

'অ্যানিম্যাল' ছবি মতোই একই সময় 'স্পিরিট' ছবিটির প্রথম পোস্টার প্রকাশ্যে আনা হল। রণবীর কাপুরের সেই ছবির পোস্টারও নতুন বছরের মধ্যরাতে মুক্তি পেয়েছিল। এই বছরও একই ভাবে নতুন বছরের মধ্যরাতে প্রকাশ্যে আনা হল 'স্পিরিট' ছবির পোস্টার। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, 'নতুন বছরকে স্বাগত জানানো যাক স্পিরিট ছবির প্রথম পোস্টারের সঙ্গে।' 

পোস্টারে দেখা যাচ্ছে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন প্রভাস। তাঁর পিঠের বিভিন্ন জায়গায় ক্ষত। কোথাও কোথাও ব্যান্ডেজ করা। এদিকে ঠোঁটে ধরা সিগারেট। আর সেই সিগারেটে আগুন ধরাচ্ছেন তৃপ্তি দিমরি। প্রভাসের পরনে কোনও শার্ট বা জামা নেই, কেবল সাদা প্যান্ট পরে রয়েছেন। ক্ষতগুলো উন্মুক্ত। হাতে ধরা মদের বোতল। ফলে বোঝাই যাচ্ছে 'অ্যানিম্যাল' ছবির মতো এই ছবিতেও প্রবল অ্যাকশন থাকবে। থাকবে ভায়োলেন্সও। 

অন্যদিকে তৃপ্তির পরনে সাদা শাড়ি, ম্যাচিং ব্লাউজ। হাতে একটা চুরি। প্রায় নো মেকআপ লুকে ধরা দিয়েছেন। তিনি। ছবিটি কোনও বাড়ির বারান্দায় তোলা হয়েছে, যেখানে দুই চরিত্রের মধ্যে এক দারুণ রসায়ন ধরা পড়েছে। 

'স্পিরিট' ছবিটি প্রসঙ্গে বলতে গেলে, এটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। প্রভাস এবং তৃপ্তি দিমরি ছাড়াও এই ছবিতে রয়েছেন বিবেক ওবেরয়, কাঞ্চনা, প্রকাশ রাজ, প্রমুখ। মনে করা হচ্ছে ছবিতে প্রভাসকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে তৃপ্তি তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন।