নিজস্ব সংবাদদাতা: বলা যেতে পারে এক নতুন অধ্যায় লেখা হল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গর্বিত প্রাচীন প্রাঙ্গণে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ওড়িশি-র এক মনোমুগ্ধকর কর্মশালা। আর এই ঐতিহাসিক পর্বের নেপথ্যে যিনি, তিনি প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। বিশ্ববিখ্যাত জেসাস কলেজ, ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আয়োজিত এই কর্মশালায় ডোনা গাঙ্গুলি শুরু করলেন এক নতুন অধ্যায়। শতাব্দীপ্রাচীন গির্জার ছায়ায় নেচে উঠল দুই হাজার বছরের পুরনো এক ভারতীয় শিল্পরূপ।
এ প্রসঙ্গে ডোনা বললেন, “ওড়িশি কেবল শরীরচর্চা নয়—এ এক ধ্যান, এক ভক্তির প্রকাশ, এক গল্প বলার রূপ। কেমব্রিজের মাটিতে এই ঐতিহ্য ভাগ করে নিতে পারা এক বিশাল সম্মান। আমি আপ্লুত, গর্বিত। এই মঞ্চ শুধু শিল্প নয়, দুই সংস্কৃতির হৃদয় জোড়া দেওয়ার সেতু হয়ে উঠল আজ।” এই কর্মশালায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী, গবেষক, সাধারণ মানুষ, এমনকি যারা আগে কোনওদিন ভারতীয় নৃত্যের স্পর্শও পাননি। কোনও অভিজ্ঞতা ছাড়াই সকলকে আমন্ত্রণ জানিয়ে এক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করা হয়, যেখানে কেউই ছিলেন না ‘বহিরাগত’।
এই অনুষ্ঠানের সাফল্যের পর কেমব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি স্রেফ শুরু। ভারতীয় সংস্কৃতি ও নৃত্যকলার প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে বিশ্বজুড়ে। আগামী দিনে তাই তাঁদের তরফে আরও অনেক বড় আয়োজনের পরিকল্পনা চলছে।
এর আগেও ভারতে ও আন্তর্জাতিক নানা সাংস্কৃতিক মঞ্চে ডোনা তাঁর নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। ওড়িশি নৃত্যের সৌন্দর্য ও দার্শনিক গভীরতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাঁর আজীবনের সাধনা ও লক্ষ্য।
