নিজস্ব সংবাদদাতা: টেলিভিশন জগৎ পেরিয়ে এখন বড়পর্দায় ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই দর্শকমনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি।
বর্তমানে সৌমিতৃষার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনুরাগীদের দাবি, প্রেমে পড়েছেন তিনি। তাই এখন মাঝেমধ্যেই প্রেম সংক্রান্ত নানা পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।
সম্প্রতি, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভিডিয়ো ভাগ করে নিয়েছেন সৌমিতৃষা। যেখানে জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়াকে দেখা যাচ্ছে দু'জন হাত ধরে চলেছেন তিরুপতি মন্দিরে পুজো দিতে। অভিনেত্রীর গায়ে হলুদ রঙের শাড়ি। আর শিখর পরে আছেন ধুতি। এই রিল ভাগ করে সৌভিতৃষা লিখেছেন, 'কফি বা ক্লাব ডেট চাই না। আমাকে মন্দিরে দর্শনের জন্য নিয়ে যেতে হবে।'
এছাড়াও, এদিন ফুলের একটি ভিডিও দিয়ে তিনি লেখেন, 'যখনই আমার সঙ্গে দেখা করতে আসবে ফুল নিয়ে আসতেই হবে।" সেই সঙ্গে আরও একটি ভিডিও ভাগ করে সৌমিতৃষা বুঝিয়ে দিয়েছেন, প্রেমিককে কীভাবে চোখে হারান তিনি।
কিন্তু কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি? তা এখনও গোপনেই রেখেছেন অভিনেত্রী। সৌমিতৃষার কেমন প্রেমিক পছন্দ? এই প্রশ্নের উত্তরে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রেমিক পেশায় ডাক্তার হলে দারুণ খুশি হবেন তিনি।
প্রসঙ্গত, পর্দার মতো বাস্তবেও সৌমিতৃষা পরিচিত কৃষ্ণ ভক্ত বলে। জন্মাষ্টমীতে গোপালের বিগ্রহকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করেছিলেন অভিনেত্রী। এদিন মন্দিরে গিয়ে পুজোও দিয়ে এসেছিলেন তিনি। আর তারপরেই প্রেম নিয়ে এই পোস্ট দেখে তাঁর অনুরাগীদের প্রশ্ন, জন্মাষ্টমীর পরেই কি কৃষ্ণ লাভ হল সৌমিতৃষার?
