'কালরাত্রি' সিরিজের হাত ধরে ওয়েব মাধ্যমে পা রাখেন সৌমিতৃষা কুণ্ডু ওরফে দর্শকদের পছন্দের 'মিঠাই'। শীঘ্রই হইচই প্ল্যাটফর্মে আসছে এই সিরিজের দ্বিতীয় ভাগ, 'কালরাত্রি ২'। এই থ্রিলার সিরিজের প্রথম ভাগের একটি নজরকাড়া শট ছিল সৌমিতৃষার জলে ডুবে যাওয়ার। সেই দৃশ্যের শুটিং কীভাবে হয়েছিল, কী ঘটেছিল সেটাই এদিন ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
সৌমিতৃষা কুণ্ডু এদিন সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান তিনি সাঁতার জানতেন না। কেবল মাত্র 'কালরাত্রি' সিরিজটির জন্যই তিনি সাঁতার শিখেছেন। কেবল তিনি নন। এই সিরিজে যাঁকে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছিল সেই অভিনেতা অর্থাৎ অনুজয় চট্টোপাধ্যায়কেও সাঁতার শিখতে হয়েছে। সেই অভিজ্ঞতা জানিয়ে সৌমিতৃষা এদিন বলেন, "আমি কখনও সাঁতার শিখিনি। পুলে নেমে শুট করেছি, সেটা আলাদা বিষয়। কিন্তু সুইমিং প্রকৃত অর্থে জানতাম না। জলের তলায় যাওয়া, ডাইভ করা এগুলো আমি পারতাম না। এখন যে খুব একটা ভাল পারি তা না। কিন্তু অয়ন স্যারের (অয়ন চক্রবর্তী, পরিচালক) কথায় সাঁতারে ভর্তি হয়েছিলাম।এই সিরিজের জন্য অনুজয়দাও সাঁতার শিখেছে।"
সৌমিতৃষা কুণ্ডু জানান পুকুরে হয়েছে জলের উপরের শট। আর সুইমিং পুলে হয়েছে নিচের শট। অভিনেত্রী জানান সেই পুলের গভীরতা তাঁর মাথা ডুবে যাওয়ার মতো গভীর ছিল।
জলে নেমে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন? স্মৃতি হাতড়ে সৌমিতৃষা বলেন, "ডুবুরিরা ছিলেন। অনুজয়দা ডাইভটা ভাল পারছিল। আমি ঠাকুরের নাম করে নেমেছিলাম। এত পিচ্ছিল সিঁড়ি। একটা জায়গায় পা হড়কে পড়েই গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে আবার শট দিয়েছি। আমি খুব বিব্রত হয়ে পড়ছিলাম যে আমি পারছি না, পড়ে যাচ্ছি। কিন্তু অয়ন স্যার খুব উৎসাহ দেন। মাইকে বলছিলেন এডিটে সব ঠিক হয়ে যাবে। ভয় পাবি না। তুই খালি কর।"
এই দৃশ্যের শুটিংয়ের জন্য সমস্ত ব্যবস্থা রাখা ছিল বলে জানান সৌমিতৃষা। হইচই -এর তরফে এবং পরিচালক, স্টান্ট শুট যেভাবে হয় সেটার মতো করে সব আয়োজন রাখা ছিল বলেই জানান অভিনেত্রী।
প্রসঙ্গত, আগামী ৯ জানুয়ারি মুক্তি পাবে 'কালরাত্রি ২'। দেখা যাবে হইচই -তে। মুখ্য ভূমিকায় সৌমিতৃষা কুণ্ডু, অনুজয় চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়, প্রমুখ। পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। এই সিরিজের প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল তারপর কী ঘটে বা ঘটবে সেটা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তাই সকলেই পরবর্তী ভাগের জন্য মুখিয়ে রয়েছেন।
