মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে 'মিলন হবে কতদিনে'। অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। 'গাঁটছড়া' ধারাবাহিকে 'খড়িদ্ধি' জুটি আবারও এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন। গল্প শুরু হতে না হতেই 'মিলন হবে কতদিনে' নতুন চমক আসতে চলেছে। নায়কের জন্য বিপদে পড়েছে নায়িকা। উদ্ধার হবে কীভাবে?
'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেখানে দেখা যাচ্ছে হার্ট টু হার্ট অ্যাপের প্রচারের জন্য এলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে টার্গেট বেঁধে বলা হয়েছে নির্দিষ্ট সংখ্যা প্রেমী-জুটিদের নিয়ে আসতে। সেই অ্যাপের প্রচারে এক দারুণ ফন্দি আঁটে নায়িকা। কিন্তু শেষ পর্যন্ত তার এই বুদ্ধি কি কাজে দেবে? চাকরিটা কি বাঁচাতে পারবে এলা? নাকি নতুন সংকটে পড়বে সে?
আরেকটি প্রোমোতে দেখা গিয়েছে গোরাকে তার বাবা বকা দিচ্ছেন। অন্যদিকে এলা তার বাড়ি ফিরলে সেখানে তাকে আক্রমণ করতে শুরু করে পড়শিরা। কেবল এলাকে নয়, তার বাড়ির লোকজনকেও কথা শোনায়। খারাপ ইঙ্গিত দেয়। কিন্তু কেন? আগের রাতে বসের গাড়ি থেকে মদ্যপ অবস্থায় নেমেছিল বলে। এই ঘটনার জন্য তাকে কলঙ্কিত বলে দেগে দিচ্ছে পড়শিরা। খারাপ ইঙ্গিত দিয়ে থাকে, সেই সময়ই এন্ট্রি নেয় গোরা। এমন অবস্থায় কোন পদক্ষেপ নেবে সে? এই কলঙ্কের হাত থেকে নায়িকাকে বাঁচাবেই বা কীভাবে? তবে কি এই সমস্যার কারণেই চার হাত এক হবে তাঁদের? নাকি নতুন করে জটিলতা তৈরি হবে এলা এবং গোরার জীবনে?
প্রসঙ্গত, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে দেখা যাচ্ছে গোরা ভালবাসা, বিয়ে, ইত্যাদিতে একেবারেই বিশ্বাস করে না। অন্যদিকে এলা ভালবাসায় বিশ্বাস করে। এমন অবস্থায় দু'জনের কীভাবে মিল হবে সেটাই দেখার।
'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরলেন শোলাঙ্কি রায়। তাঁর সঙ্গে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। এর আগে দর্শক তাঁদের 'গাঁটছড়া' ধারাবাহিকে দেখেছিল। সেখান থেকেই জনপ্রিয় হয় 'খড়িদ্ধি' জুটি। মিলন হবে কতদিনে ধারাবাহিকের হাত ধরে এই জনপ্রিয় জুটি আবারও ফিরল ছোটপর্দায়। এই ধারাবাহিকটি প্রতিদিন রাত সাড়ে নয়টা নাগাদ সম্প্রচারিত হয়।
