সংবাদ সংস্থা মুম্বই: গত ২৩ জুন দীর্ঘ বছরের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে চারহাত এক করেছেন বলি-অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিন্ন ধর্মের হওয়ায় দু'জনের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা তৈরি হয়েছিল।কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকী ছিল পারিবারিক বাধাও। সোনাক্ষীর দুই ভাই তো হাজির-ই হননি তাঁদের বোনের বিয়েতে! তবে হিন্দু কিংবা ইসলাম রীতি মেনে নয়, রেজিস্ট্রি করেই বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি। এবার কপিলের শো-এ 'সম্পর্ক' নিয়ে জাহিরকে খোঁচা দিলেন সোনাক্ষীর মা পুনম সিনহা! 

 

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন শত্রুঘ্ন ও পুনম সিনহা। তাঁদের সঙ্গ দিয়েছিলেন সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবাল। সেখানেই আড্ডার ফাঁকে সোনাক্ষীর মা বলে উঠলেন, "আমার মা আমাকে বলেছিলেন, এমন পুরুষকে বিয়ে করবে যে তোমাকে বেশি ভালবাসে তুমি ওকে যা ভালবাস সেই তুলনায়। আমি মায়ের কথা শুনেছিলাম। তবে আমার মেয়ে কিন্তু এই কথা মেনে বিয়ে করেনি। ও এমন একজন পুরুষকে বিয়ে করেছে যাকে ও বেশি ভালবাসে।"  পুনমের কথা থেকেই ইঙ্গিত স্পষ্ট। জাহির যতটা না সোনাক্ষীকে ভালবাসেন তার থেকে বেশি সোনাক্ষী তাঁকে ভালবাসেন। ততক্ষণে একথা শুনে দৃশ্যত অস্বস্তিতে জাহির। শাশুড়ির মুখে একথা শুনে তিনি যে বেশ অবাক তা তাঁর ভুরু তোলা দেখেই বোঝা গেল। এহেন পরিস্থিতি হালকা করতে সোনাক্ষী অবশ্য কোনও কসুর করেননি। চটপট দর্শকের উদ্দেশ্যে বলে ওঠেন, "এবার এই কথার ফয়সলা কে করবে? কারণ জাহির মনে করে ও আমাকে বেশি ভালবাসে আবার আমার ধারণা আমি বেশি ওকে ভালবাসি।" 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis)