আসছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই ছবির মাধ্যমেই প্রথমবার ভৌতিক দুনিয়ায় কাজ করতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্বে অরিত্র মুখোপাধ্যায়। রোমান্টিক হরর-কমেডি ঘরনার এই ছবিকে ঘিরে দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান দর্শকদের থেকে ভাল সাড়া পেয়েছে। আগামী ২৩ জানুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজোর দিন বড়পর্দায় আসছে এ ছবি। তবে জানিয়ে রাখা ভাল, বক্স অফিসে ২৩ জানুয়ারি ছবিটি মুখোমুখি হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বিজয়নগরের হীরে’ এবং রাজ চক্রবর্তী পরিচালিত ‘হোক কলরব’ ছবি দু’টির।

এহেন আবহে রবিবাসরীয় দুপুরে ছবির পরিচালক অরিত্রের জন্য সমাজমাধ্যমে কলম ধরলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সঙ্গে জুড়লেন তাঁদের দু’জনের মন ভাল করা এক মিষ্টি মুহূর্তের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, মন দিয়ে কিছু একটা লক্ষ্য করছেন অরিত্র। আপাত গম্ভীর মুখ। আর পাশে দাঁড়িয়ে শিবপ্রসাদ তখনই তাঁর গল্ টিপে দিচ্ছে স্নেহভরে।

এই ছবির সঙ্গেই শিবপ্রসাদ লিখলেন, “ইনি অরিত্র মুখোপাধ্যায় পরিচালক হিসেবে এনার পরিসংখ্যান ১০০% সফল । অ্যাভারেজ সব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশন ৭৫ লক্ষ টাকার উপরে। প্রথম ছবি "ব্রহ্মা জানেন গোপন কম্মটি"। করোনার আগে মুক্তি পাওয়া শেষ বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। ৬ই মার্চ২০২০, যা কিনা নন হলিডে রিলিজ। প্রথম সিনেমাতেই বাজিমাত। সিনেমা প্রথম ১২ দিনে মাল্টিপ্লেক্স থেকে সংগ্রহ করেছিল ৭৭ লক্ষ টাকা। উইন্ডোজের প্রথম সিনেমা যেটি ইফি গোয়াতে নির্বাচিত হয়েছিল। ২০২০ সালে হইচই এর প্ল্যাটফর্মে সর্বাধিক দেখা সিনেমা হিসেবে স্বীকৃতি। দ্বিতীয় ছবি বাবা বেবি ও, তৃতীয় ছবি ফাটাফাটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সহকারী পরিচালক হিসেবে প্রায় সবকটি সিনেমাতেই রয়েছেন। একেবারেই প্রচার বিমুখ। শান্তিনিকেতনে বড় হওয়া। আগামী ২৩শে জানুয়ারি ওনার চতুর্থ সিনেমা, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পাবে। উইন্ডোজের প্রথম হরর কমেডি। দর্শকের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদে আশা করব অরিত্রর পরের সিনেমাও তার সাফল্যের ধারা বজায় রাখবে।”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)

এই ছবিতে প্রথমবার দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তী ও সোহম মজুমদারের জুটিকে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায়,বিমল গিরি ও অপূর্ব বার।
সব মিলিয়ে, ভৌতিক মোড়কে প্রেম, কমেডি ও আবেগ -‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ যে জানুয়ারির বক্স অফিসে আলাদা করে নজর কাড়তে চলেছে, তা বলাই যায়।
