বছর কয়েকের বিরতির পর ফিরছে 'খড়িদ্ধি'র জুটি। 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। তাঁদের জুটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। সেই ধারাবাহিকের সফর শেষ হওয়ার পর, দর্শকরা আবারও এই জুটিকে দেখতে চেয়েছিলেন। সেই দাবি মেনেই 'মিলন হবে কতদিনে' নিয়ে ফিরছেন তাঁরা। ধারাবাহিকের ঘোষণা আগেই হয়েছিল, এবার অবশেষে জানা গেল কবে থেকে আসছে এই মেগা। 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে শুক্রবার, ২১ নভেম্বর 'মিলন হবে কতদিনে' -এর একটি প্রোমো প্রকাশ্যে এনে জানানো হয় আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক। জানা গিয়েছে স্লটও। রাত সাড়ে ৯টা নাগাদ দেখা যাবে এই মেগা। এতদিন এই স্লটে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দেখা যেত। গত আড়াই বছর ধরে চলে আসছে এই মেগা। বলা যায়, ছোটপর্দায় চলা অন্যতম পুরনো ধারাবাহিক এটি। 

১ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে যদি 'মিলন হবে কতদিনে' আসে, তাহলে কি 'অনুরাগের ছোঁয়া' শেষ হচ্ছে? প্রশ্ন উঠছে দর্শকদের মধ্যে। কেউ কেউ আবার রীতিমত উচ্ছ্বাস প্রকাশ করেছে 'অনুরাগের ছোঁয়া' শেষ হওয়ার আনন্দে। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি যে আদৌ এই মেগা শেষ হচ্ছে না স্লট বদলাবে। 

কোন গল্প ফুটে উঠবে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে? প্রেম, ভালবাসা, বিয়ে- এসবে একদমই বিশ্বাস করে না ব্যবসায়ী পরিবারের ছেলে, ব্যবসায়ী গোরা। আর তাঁদের তরফে একটা ম্যাচ মেকিং অ্যাপ আনা হচ্ছে! এই ঘটনা শুনে সে যারপরনাই বিরক্ত হয়। অন্যদিকে এলার বাড়ির তরফে তাকে আল্টিমেটাম দিয়ে দেওয়া হয়েছে, জানানো হয়েছে ৫ দিনের মধ্যে চাকরি জোটাতে না পারলে যাকে পাওয়া যাবে, তার সঙ্গেই ধরে বেঁধে বিয়ে দেওয়া হবে তার। এমন সময় কাজ খুঁজতে গিয়ে গোরাদের অ্যাপের প্রচারেই কাজ পায় এলা। আর তার হাত ধরেই দুজনের আলাপ ঘটবে। একেবারেই ভিন্ন ভাবনা চিন্তা দুজনের, এমন অবস্থায় সত্যি সত্যিই কী করে মিলন হবে তাঁদের সেটাই দেখার।

প্রসঙ্গত 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৌশিক রায়। এতদিন পর অভিনেত্রী ছোটপর্দায় ফেরায় তাঁর অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ মানছে না। খুশি 'খড়িদ্ধি' জুটির অনুরাগীরাও।