নেটপাড়ায় বিতর্কের শিরোনামে এবার কাজল! তাঁর সঙ্গে জড়াল জয়া বচ্চনের নাম। শুরু থেকেই শুরু করা যাক গোটা বিষয়টি। চিরচেনা হাসি, সেই প্রাণবন্ত কাজলকে এবার দেখা গেল একেবারে অন্য রূপে। ব্যস্ততার মাঝে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ধরা পড়লেন তিনি, সম্পূর্ণ টিমসহ। নেভি ব্লু কো-অর্ড সেটে পোশাকে, মুখে সার্জিক্যাল মাস্ক-সব মিলিয়ে বেশ ক্লান্তই দেখাচ্ছিল অভিনেত্রীকে।

 

কিন্তু যতটা সহজ ছিল তাঁর উপস্থিতি, ততটাই জটিল হয়ে গেল এক মুহূর্তে! ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়—কাজল বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, তখনই এক ভক্ত এগিয়ে এসে তাঁর কাছে অটোগ্রাফ চান। কিন্তু তাতে কী? এক মুহূর্তের জন্যেও অভিনেত্রী থামেননি। ভদ্রভাবে ‘না’ বলে হাঁটতে থাকেন তিনি। ওই ভক্ত বারবার অনুরোধ করলেও, কাজল নিজের সিদ্ধান্তে অটল থাকলেন।

 

এই ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হল নেটদুনিয়ার ঝড়। অনেকেই কাজলের এই আচরণ দেখে ক্ষোভ উগরে দেন। এক নেট ব্যবহারকারী লেখেন, “না বলতে যতক্ষণ লাগল, ততক্ষণে অটোগ্রাফযুক্ত হেসেখেলে দিব্যি  দিয়ে দিতে পারতেন।” অন্য কেউ কটাক্ষ করে বলেন, “ ওহে কাজল, এই মানুষগুলোর জন্যই তো তুমি আজ তারকা!” আরেকজনের বক্তব্য, “বেচারা! ছেলেটার দিনটাই নষ্ট করে দিলেন।” কেউ কেউ অবশ্য লিখেছেন, “তারকাদের জীবনও খুব একটা সহজ নয়। সব সময় হাসি-মজা করা যায় না। কাজল খুব ভদ্রভাবেই না বলেছেন। হয়তো অন্য দিন হলে অটোগ্রাফ দিতেনও।”

 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)