নেটপাড়ায় বিতর্কের শিরোনামে এবার কাজল! তাঁর সঙ্গে জড়াল জয়া বচ্চনের নাম। শুরু থেকেই শুরু করা যাক গোটা বিষয়টি। চিরচেনা হাসি, সেই প্রাণবন্ত কাজলকে এবার দেখা গেল একেবারে অন্য রূপে। ব্যস্ততার মাঝে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ধরা পড়লেন তিনি, সম্পূর্ণ টিমসহ। নেভি ব্লু কো-অর্ড সেটে পোশাকে, মুখে সার্জিক্যাল মাস্ক-সব মিলিয়ে বেশ ক্লান্তই দেখাচ্ছিল অভিনেত্রীকে।
কিন্তু যতটা সহজ ছিল তাঁর উপস্থিতি, ততটাই জটিল হয়ে গেল এক মুহূর্তে! ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়—কাজল বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, তখনই এক ভক্ত এগিয়ে এসে তাঁর কাছে অটোগ্রাফ চান। কিন্তু তাতে কী? এক মুহূর্তের জন্যেও অভিনেত্রী থামেননি। ভদ্রভাবে ‘না’ বলে হাঁটতে থাকেন তিনি। ওই ভক্ত বারবার অনুরোধ করলেও, কাজল নিজের সিদ্ধান্তে অটল থাকলেন।
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হল নেটদুনিয়ার ঝড়। অনেকেই কাজলের এই আচরণ দেখে ক্ষোভ উগরে দেন। এক নেট ব্যবহারকারী লেখেন, “না বলতে যতক্ষণ লাগল, ততক্ষণে অটোগ্রাফযুক্ত হেসেখেলে দিব্যি দিয়ে দিতে পারতেন।” অন্য কেউ কটাক্ষ করে বলেন, “ ওহে কাজল, এই মানুষগুলোর জন্যই তো তুমি আজ তারকা!” আরেকজনের বক্তব্য, “বেচারা! ছেলেটার দিনটাই নষ্ট করে দিলেন।” কেউ কেউ অবশ্য লিখেছেন, “তারকাদের জীবনও খুব একটা সহজ নয়। সব সময় হাসি-মজা করা যায় না। কাজল খুব ভদ্রভাবেই না বলেছেন। হয়তো অন্য দিন হলে অটোগ্রাফ দিতেনও।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)
তবে সবাই যে এতটা সহানুভূতিশীল ছিলেন, তা নয়। অনেকেই সরাসরি বলেছেন, “কাজলের মধ্যে জয়া বচ্চনের ছায়া দেখা যাচ্ছে স্পষ্টভাবে।” কেউ লিখেছেন, “এই তো, একজন দ্বিতীয় জয়া বচ্চন তৈরি হচ্ছে!” আরেকটি মন্তব্যে লেখা, “ওর এই অহংকারটাই সমস্যা।”
ভিডিওর ক্যাপশনেই ছিল প্রশ্ন—“ভক্তের অটোগ্রাফের অনুরোধে কাজলের ‘ভদ্র’ অজুহাত! সত্যিই কি এত জরুরি ছিল না বলা?” এক নেটিজেন তার উত্তরে লেখেন, “ভদ্র? একদমই না, ওর আচরণ থেকেই ফুটে বেরোচ্ছে তীব্র অহংকার।”
প্রসঙ্গত, ৫১ বছর বয়সেও বলিপাড়ায় অভিনেত্রী হিসেবে কাজলের দাপট অটুট। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওয় ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ শো-তে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে, টুইঙ্কল খান্নার সঙ্গে। এছাড়া চলতি বছরেই মুক্তি পেয়েছে কাজলের দুটি ছবি—‘মা’ ও ‘সরজমিন’, যেখানে যথাক্রমে অম্বিকা ও মেহের মেনন চরিত্রে নজর কাড়েন তিনি।
এছাড়া নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর দ্বিতীয় সিজন। আগামী দিনে তিনি দেখা দেবেন ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, সাম্যুক্তা, যীশু সেনগুপ্ত, আদিত্য সিল, প্রমোদ পাঠক ও ছায়া কদম।