সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কন্ঠসঙ্গীত বিভাগের যৌথ ব্যবস্থাপনা বাংলা পুরাতনী গান নিয়ে কর্মশালা হতে চলেছে। তারিখ ১১ আগস্ট। স্থান এসএনইউ-এর সেমিনার হল। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থাকবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস বিভাগের প্রধান তপন রায় জানান, শিক্ষার্থীদের বাংলা পুরাতনী গান নিয়ে আগ্রহ জাগিয়ে তুলতেই মূলত এই পদক্ষেপ। তাঁর কথায়, “আমরা মনে করি শিকড়ে জল না পড়লে একটি বৃক্ষ কখনও বড় হয়ে উঠতে পারে না। তাই বাংলা পুরাতনী গান সম্পর্কে গভীরে না জানলে সঙ্গীতের বড় একটি দিক শিক্ষার্থীদের কাছে অজানাই থেকে যাবে। এ বিষয়ে শেখানোর জন্য শ্রীকুমার চট্টোপাধ্যায়ের থেকে ভাল শিক্ষক পাওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই বহু মানুষ এই কর্মশালা নিয়ে আগ্রহ দেখিয়েছেন।”

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এই কর্মশালায় অংশগ্রহন করতে পারেন সাধারণ মানুষ। তপন বাবুর কথায়, “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ৬০-৭০ জন শিক্ষার্থী আসবেন। আমাদের ইউনিভার্সিটির পড়ুয়ারাও থাকবেন। আমরা চাই, সঙ্গীত নিয়ে আগ্রহী যে কোনও মানুষই এ বিষয়ে আরও বিস্তারিত জানার সুযোগ পান। সেই কারণেই আমাদের দরজা সকলের জন্য খোলা।”

এই প্রথম নয়, অতীতেও রবীন্দ্রনাথের গান নিয়ে কর্মশালা করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। লালন ফকিরের গান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের সঞ্চার করেছিলেন ফরিদা পারভীন। সঙ্গীতের নানা ধারার দিকে আলোকপাত করে তা নিয়ে আগ্রহ জাগিয়ে তোলাই এই কর্মশালাগুলির অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: বান্ধবীর স্বামীকে ‘ছিনিয়ে’ নিয়ে বিয়ে! এবার সেই সম্পর্কও ভেঙে খানখান ‘কোই মিল গয়া’-র নায়িকার?


তপন বাবু জানান, পুরাতনী গান নিয়ে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের পাণ্ডিত্য অগাধ। পাশআপাশি নন্দলাল ঘোষের কাছে কীর্তনেরও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। এহেন এক শিল্পীকে পেয়ে যে শিক্ষার্থীরা সমৃদ্ধ হবেন, তেমনই আশা উদ্যোক্তাদের।

একই সুর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠবিভাগের প্রধান কঙ্কনা মিত্রের। কর্মশালাটি নিয়ে উৎসাহী তিনিও। তাঁর কথায়, “পুরাতনী গানের ক্ষেত্রে শ্রীকুমার চট্টোপাধ্যায় খুবই স্বনামধন্য একজন শিল্পী। ওঁর বাবা কিংবদন্তী রামকুমার চট্টোপাধ্যায়, উনি নিজেও খুব গুণী একজন মানুষ। এরকম মানুষের সান্নিধ্য ছাত্রছাত্রীরা পেলে পুরাতনী গান সম্পর্কে তাদের ধারণা আরও গভীর হবে। সময়ের সঙ্গে এই গানগুলি কি মুছে যাবে? এই প্রশ্ন আমাদের তাড়া করে বেড়ায়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে ছাত্রছাত্রীদের শেখানো হয়। কিন্তু দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু করা গেলে তা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা করি”।

আরও পড়ুন: ‘ভিক্টিম কার্ড খেলাটা সমাজে প্রথম নয়’! দিতিপ্রিয়ার সঙ্গে চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে জবাব জীতুর, কী বলছে নেটপাড়া

তিনি আরও বলেন, “পারস্পারিক আদানপ্রদানের মানসিকতা রাখতে হবে। না হলে সঙ্গীতের মৃত্যু হবে। আমরা চাই, শিক্ষার্থীরা ক্লাসরুমের মধ্যে যা শিখছে, তা সেই চেনা পরিধির বাইরে গিয়েও শিখুক।”

কর্মশালাটি হবে সোমবার, ১১ আগস্ট। সময় দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা। রেজিস্ট্রেশনের জন্য কোনও মূল্য ধার্য করা হয়নি। বাংলা পুরাতনী গান নিয়ে জানতে আগ্রহীদের জন্য দরজা খোলা রেখেছেন উদ্যোক্তারা।