সঙ্গীত পরিচালক ও জনপ্রিয় গায়ক বি প্রাক তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন খুশির খবর। তিনি ও তাঁর স্ত্রী মীরা বচন দ্বিতীয়বার বাবা-মা হলেন। শুক্রবার তাঁদের ঘরে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান।
পাঞ্জাবি ও হিন্দি সঙ্গীত জগতে বি প্রাক বর্তমানে অন্যতম জনপ্রিয় নাম, যাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট গান। ‘তেরি মিট্টি’ খ্যাত শিল্পী ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে এই সুখবর জানান। সেখানে লেখা হয়, তাঁদের ছেলে জন্মেছে ১ ডিসেম্বর। সন্তানের আগমনে পরিবারে যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হয়েছে, তা-ও সকলের সঙ্গে ভাগ করে নেন দম্পতি।
পোস্টে বি প্রাক ও মীরা জানান, এই মুহূর্তে তাঁদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ। নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। একই সঙ্গে তাঁরা প্রকাশ করেন নবজাতক পুত্রের নাম। দ্বিজ বচন। নামের অর্থ ব্যাখ্যা করে তাঁরা বলেন, ‘দ্বিজ’ মানে দ্বিতীয়বার জন্ম। যা আধ্যাত্মিক পুনর্জন্মের ভাবনা থেকে রাখা।
তাঁদের বিবৃতিতে লেখা ছিল, ‘রাধেশ্যামের কৃপায় ১ ডিসেম্বর, ২০২৫-এ আমরা আশীর্বাদ হিসাবে এক পুত্রসন্তানকে পেয়েছি। আমাদের হৃদয় ভরে উঠেছে আনন্দ ও কৃতজ্ঞতায়। নতুন আলো, নতুন আশা আর নতুন শুরু নিয়ে আমাদের জীবনে আবার সূর্য উঠল।’
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by B PRAAK (@bpraak)
এই খবর প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনুরাগীরা দম্পতিকে ভালবাসা ও আশীর্বাদ জানান।
উল্লেখ্য, ২০১৯ সালে বি প্রাক ও মীরার বিয়ে হয়। তাঁদের এক পুত্রসন্তান হয়। ২০২২-এ তার মৃত্যু হয়। একটি বিবৃতিতে তিনি লেখেন, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে জানাতে হচ্ছে, জন্মের সময়ই আমাদের সদ্যোজাত সন্তান আমাদের ছেড়ে চলে গিয়েছে। বাবা-মা হিসেবে আমরা জীবনের সবচেয়ে বেদনাদায়ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়ে অক্লান্ত পরিশ্রম ও সহানুভূতির জন্য সমস্ত চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অপূরণীয় ক্ষতিতে আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি এবং সকলের কাছে বিনীত অনুরোধ, এই সময়ে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করবেন।’
২০২০ সালে বি প্রাক ও মীরার ঘরে আসে তাঁদের প্রথম সন্তান আদাব। দু’বছর পর আবারও পুত্রসন্তানের জন্ম দেন তাঁরা, তবে জন্মের পরই সেই শিশুকে হারাতে হয় দম্পতিকে। জীবনের সেই গভীর শোক ও কঠিন অধ্যায় পেরিয়ে এবার ধীরে ধীরে নতুন আশায়, নতুন আলোয় এগিয়ে চলেছেন তাঁরা।