ভাল নেই শ্বেতা ভট্টাচার্যের মা। অসুস্থতা পুরোপুরি কমেনি। নতুন করে কিছু সমস্যা দেখা দিয়েছে। যে কারণে নায়িকা ফের উদ্বিগ্ন। সে কথা তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক পাতা। মায়ের সঙ্গে তোলা বিজয়ার পুরনো ছবি দিয়ে লিখেছেন, ‘মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি যে আর পারছি না। তুমি ছাড়া যে আমার কেউ নেই মা।’ শ্বেতাকে সঙ্গে সঙ্গে স্বান্তনা জানিয়েছেন ছোটপর্দার আরও এক অভিনেত্রী শ্রুতি দাস। তাঁর মতে, অনেকেরই বছরটা খারাপ যাচ্ছে। তিনিও নানা সমস্যায় জর্জরিত। একই ভাবে খারাপ সময় যাচ্ছে শ্বেতার। অভিনেত্রীর মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও জানিয়েছেন শ্রুতি।

সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগের চেষ্টা করেছিল শ্বেতার সঙ্গে। তাঁকে পাওয়া যায়নি। বদলে কথা বলেছেন তাঁর জেঠতুতো দিদি তনুশ্রী ভট্টাচার্য। তাঁর কথায়, ‘‘আমরা দুই বোনই মা-অন্তপ্রাণ। মায়েদের কিছু হলে স্থির থাকতে পারি না। শ্বেতারও একই অবস্থা।’’ তিনি জানিয়েছেন, নতুন করে কিছু সমস্যা দেখা দিয়েছে। একেবারেই খেতে পারছেন না। বমিভাব রয়েছে। জলটাও তেতো লাগছে তাঁর। শরীর দুর্বল। সব মিলিয়ে আগের মতো তরতাজা নেই তিনি। ফলে, দুশ্চিন্তায় ভুগছেন শ্বেতা।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21)