স্মৃতি হারিয়ে ফেলেছে তেজ। নতুন পরিচয়ে বাঁচছে সে। অন্যদিকে নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছে সুধা। সামলেছে ব্যবসাও। তবুও নতুন পরিচয়ধারী তেজ ওরফে বিরজুর সঙ্গে আলাপ হয়েছে তাঁর। অনুভব করে দু'জনের মধ্যে কোনও তো এক যোগসূত্র আছে। কিন্তু কী বুঝে পায় না। এর মধ্যেই কিংশুকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে নায়িকার। তবে কি আবার দূরত্ব বাড়বে তেজ, সুধার? নাকি ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসবে?

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'শুভ বিবাহ' ধারাবাহিকের সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে তেজ। মাথায়, হাতে ব্যান্ডেজ তার। শুয়ে শুয়ে ফোন থেকেই জানতে পারে এই বছর বিজনেস ওম্যান অ্যাওয়ার্ড পেয়েছে যে, সেই সুধাময়ী বসু মল্লিকের সঙ্গে বিয়ে হতে চলেছে বড়লোক ব্যবসায়ী কিংশুকের। এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে তেজ ওরফে বিরজু। সে চেঁচিয়ে বলে কিংশুকের সঙ্গে ওর 'ম্যাডাম' ভাল থাকবে না। ওই সুধাকে ভালবাসে। তবে কি এই বিয়ে সে আটকে দেবে? নিজেই বিয়ে করবে? মনে পড়ে যাবে অতীতের সব স্মৃতি? উঠছে এই প্রশ্ন। 

অন্যদিকে দেখা যাচ্ছে সুধা জানাচ্ছে বিরজুর মধ্যে সে তেজের প্রতিচ্ছবি দেখতে পায়। তেজকে খুঁজে পায়। এমনকী এও জানায় বিরজু ওকে জানিয়েছে যে, সে ওকেই ভালবাসে। যদিও অন্য একটি মেয়ে জানায়, সুধাকে নয়, বরং তাকে ভালবাসে বিরজু। এমন অবস্থায় শেষ পর্যন্ত সুধা এবং কিংশুকের বিয়েটা হয় কিনা সেটাই দেখার। নাকি শেষ পর্যন্ত তেজের সঙ্গেই আবার নতুন করে বাঁধা পড়বে নায়িকা। 

এই প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শক মন্তব্য করেছেন। জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছেন এই পর্বের জন্য। কেউ কেউ আবার বলেছেন এবার তেজের স্মৃতি ফেরানো হোক। এক করা হোক নায়ক নায়িকাকে। তাঁদের সেই দাবি এবার রাখা হয় কিনা এই ধারাবাহিকের নির্মাতাদের তরফে সেটাই দেখার। 

প্রসঙ্গত 'শুভ বিবাহ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি রোজ রাত সাড়ে ১০ টা নাগাদ সম্প্রচারিত হয়। সুধার ভূমিকায় অভিনয় করছেন সোনামণি সাহা। অন্যদিকে তাঁর বিপরীতে তেজের ভূমিকায় রয়েছেন হানি বাফনা। প্রসঙ্গত হানি বাফনাকে দর্শক শীঘ্রই একটি ওয়েব সিরিজে দেখতে চলেছেন এই ধারাবাহিকের পাশাপাশি।