ছোটপর্দার অতি পরিচিত মুখ অহনা দত্ত। সদ্যই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন তিনি। দেখা যাচ্ছে 'তারে ধরি ধরি' মনে করি ধারাবহিকে। কাজের ফাঁকেই এদিন তিনি তাঁর স্বামী দীপঙ্করের সঙ্গে বেরিয়েছিলেন। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ল তাঁদের নতুন গাড়ি।
ঠিক কী ঘটেছে জানতে চেয়ে আজকাল ডট ইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। কেমন আছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, "আমরা ঠিক আছি। আমাদের কিছু হয়নি। গাড়িটারই যা ক্ষতি হয়েছে।" কিন্তু কী ঘটেছে? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী বলেন, "এক মাসেরও গাড়ি না। গাড়ির সামনে, সাইডে স্ক্র্যাচ পড়েছে। সাইড খুলে যাওয়ার অবস্থা। দাঁড় করানো ছিল আমাদের গাড়ি। ওঁরা ব্যাক করতে গিয়ে মেরেছে। মেরে দিয়ে বলেন, 'এটা আমার এলাকা।' তাহলে তো এমন হুজ্জুতি সবাই করতে পারে।" তিনি ভিডিওতে আরও বলেন, "রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু মদ খেয়ে, নেশার ঘোরে যদি কেউ ইচ্ছে করে তোমার গাড়ি ঠকে আমার মনে হয় না সেটা ভাল বিষয়। চলন্ত গাড়িতেও ঘটেনি বিষয়টা। আমার স্বামী বারবার হর্ন দিচ্ছিল, সেটা নাকি উনি শুনতেই পাননি। জানি না এভাবে উনি তাহলে কীভাবে গাড়ি চালান। পাড়ার লোকজন এসে ওঁদের সাইড নিয়ে হুজ্জুতি করছিল। আমাদের ওটা চেনা পাড়া নয়, এভাবে চোখ রাঙাচ্ছিল।"
এমন ঘটনার শিকার হওয়ার পর কি তাঁরা পুলিশের কাছে গিয়েছিলেন? আজকাল ডট ইনকে অহনা বলেন, "কী অভিযোগ করব? করে কী হবে? আমাদের কাছে গাড়ির নম্বর নোট করা নেই। তখন আমরা এতটাই ক্ষিপ্ত ছিলাম যে, আমাদের এত কিছু মাথায় আসেনি। খারাপ লাগছে যে নতুন গাড়ির সামনেটা এভাবে নষ্ট হয়ে গেল। সবথেকে বড় কথা ওঁদের হাবভাবটাই ছিল 'যা করার করে নিন, আমরা কিছু করতে পারব না।' ক্ষমা-টমা তো চাইলেনই না, উল্টে এসব বলল। তাই মন খারাপ করেই পোস্টটা করলাম, যাতে যদি কেউ ওঁদের চিনতে পারেন। খরচ না দিক, অন্তত যাতে ক্ষমা চান।" ভিডিওতেও গাড়ির নম্বর রেকর্ডেড হয়েছে কিনা জানতে চাইলে 'অনুরাগের ছোঁয়া'র 'মিশকা' জানান, সেটা হয়নি। তবে যে গাড়িটির মালিক তাঁদের আক্রমণ করেছিলেন তাঁরা একটি সাদা আই২০ -তে ছিলেন। নরেন্দ্রপুরের ভিতর দিকে এই ঘটনাটি ঘটেছে।
ভিডিওতে অহনা ছাড়াও তাঁর স্বামী দীপঙ্কর বলেন, "রীতিমত দাদাগিরি করছিল। এটাই এখন সব জায়গায় চলছে। আমাদের গিয়ে ওদের অফিস থেকে টাকা নিয়ে আসতে বলেছে। এঁরা সব দালাল। তাঁদের আবার অফিস!"
অহনা ভিডিওটি পোস্ট করায় তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অভিনেত্রী জানিয়েছেন তাঁরা এখন সুস্থ আছেন।
