একসঙ্গে অগুনতি গান গেয়েছেন তাঁরা। পেশাগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে দু’জনের বন্ধুত্বও বরাবরই চোখে পড়ার মতো। তবু অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় হতাশ নন শ্রেয়া ঘোষাল। বরং এই পরিসমাপ্তির মধ্যেই তিনি দেখছেন এক নতুন যাত্রার ইঙ্গিত। শেষের মধ্যেই যে নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে আছে, সে কথাই যেন বিশ্বাস করেন শ্রেয়া।
মঙ্গলবার সন্ধ্যায় প্লেব্যাক গানের জগৎ থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন গায়ক অরিজিৎ। গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউড সঙ্গীতে দাপটের সঙ্গে রাজত্ব করা এই শিল্পী তাঁর ব্যক্তিগত এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে প্রথম এই সিদ্ধান্তের কথা জানান, পরে ইনস্টাগ্রামেও তা শেয়ার করেন। যদিও প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ, তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সঙ্গীতচর্চা থেকে বিদায় নিচ্ছেন না। ভবিষ্যতে তিনি সুরকার হিসাবে কাজ চালিয়ে যাবেন।
অরিজিতের এই ঘোষণায় যেখানে অনুরাগীরা হতাশ ও আবেগপ্রবণ, সেখানে শ্রেয়া ঘোষাল এক নতুন সূচনার সম্ভাবনা। শ্রেয়া তাঁর অবসর ঘোষণার পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা অরিজিতের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। এই প্রতিভাবান শিল্পী এবার কী সৃষ্টি করেন, তা শুনতে ও অনুভব করতে আমি সত্যিই মুখিয়ে আছি।’

অরিজিতের শিল্পীসত্তার প্রশংসা করে শ্রেয়া আরও লেখেন, ‘আমি একে কোনও যুগের অবসান বলতে পারি না। অরিজিতের মতো শিল্পীকে কখনওই প্রচলিত সংজ্ঞায় বেঁধে রাখা যায় না। এবার আরও উঁচুতে ওড়ার সময়, প্রিয় অরিজিৎ।’
মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অরিজিৎ জানান, তিনি আর নতুন কোনও প্লেব্যাক গানের কাজ নেবেন না। তিনি লেখেন, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা যে ভালবাসা আমাকে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে নতুন কোনও কাজ গ্রহণ করব না। এখানেই এই অধ্যায় শেষ করছি। যাত্রাটা সত্যিই সুন্দর ছিল।
পোস্টের শেষে তিনি তাঁর অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, এত বছরের নিঃশর্ত ভালবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’ই হতে চলেছে অরিজিতের শেষ বলিউড প্লেব্যাক গান। এক সময় সলমনের সঙ্গেই মনোমালিন্যে জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং। সেই তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গুঞ্জন রটেছিল, সলমনের কোনও ছবিতেই আর জায়গা পাবেন না অরিজিৎ। দীর্ঘদিন সেই দূরত্ব নিয়েই চলেছিল জল্পনা। তবে সময়ের সঙ্গে গলে যায় অভিমানের বরফ। পুরনো সব ভুল বোঝাবুঝি পেরিয়ে আবার সলমনের ছবিতে কণ্ঠ দেন অরিজিৎ। আশ্চর্যের বিষয়, তাঁর প্লেব্যাক কেরিয়ারের শেষ গানটিও হতে পারে সলমনেরই ছবির।
