সংবাদসংস্থা, মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি তাঁর অভিনয় থেকে ফিটনেস, সবটা নিয়েই চর্চায় থাকেন। অভিনেত্রী নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রেই পারদর্শী। সফল অভিনেত্রী থেকে দায়িত্বশীল মা, শিল্পার তুলনা তিনি নিজেই।
শুধু ভাল মা নন, তিনি কিন্তু ভাল মেয়েও বটে। এবার সেই প্রমাণই দিলেন অভিনেত্রী। মাতৃ দিবসের প্রাক্কালে মায়ের সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে একই ফ্রেমে ধরা দিলেন শিল্পার বোন শমিতা শেঠিও। পরিবারের সঙ্গে বৈষ্ণোদেবী ঘুরতে যাওয়ার মুহূর্তই আরও একবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। সেই সঙ্গে জুড়লেন আবেগঘন লেখাও।
শিল্পা লেখেন, “আমাদের দেবীর সঙ্গে বৈষ্ণোদেবীতে। শুভ মাতৃ দিবস মা। আজ,কাল এবং প্রত্যেকটা দিন তোমার। আমরা তোমায় সারাজীবন ভালবাসব আর এভাবেই এই দিনটা চিরকাল উদযাপন করব।”
অভিনেত্রীর এই মিষ্টি পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা। শিল্পাকে বরাবরই পরিবারকে ঘিরেই থাকতে দেখা যায়। মাঝেমধ্যে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
শিল্পা শেঠিকে শেষবার সিদ্ধার্থ মালহোত্রা এবং বিবেক ওবেরয়ের সঙ্গে "ইন্ডিয়ান পুলিশ ফোর্স" ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল অনুরাগী মহলে। এর আগে ধামাকাদার কামব্যাক করেছিলেন অভিনেত্রী। "সুখী" ছবির মাধ্যমে বড় পর্দায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। অধিকাংশ ভারতীয় মহিলার মনোভাব, বিয়ে করলেই তাঁদের জীবন বদলে যাবে। স্বামী-সন্তান-সংসার ছাড়া তাঁর আর কোনও অস্তিত্ব থাকবে না। তবে এই বস্তাপচা ধারণাকে ভেঙে দিয়েছে শিল্পার "সুখী"।
