সম্প্রতি হাসপাতালে ভর্তি হন শেহনাজ গিল। অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রী-মডেল জানিয়েছিলেন, নিম্ন রক্তচাপে ভুগছেন এবং সুস্থ হওয়ার জন্য তাঁকে গ্লুকোজ ড্রিপ দেওয়া হচ্ছে। আরও একবার তাঁর স্বাস্থ্যের আপডেট দিলেন বন্ধু করণ বীর মেহরা। জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
অনুরাগীদের আশ্বস্ত করলেও শেহনাজের অসুস্থতার কারণ নিয়ে প্রথম থেকে ধোঁয়াশা ছিল। করণ বলেন, "ওর শরীরের অবস্থা ঠিক ঠেকছে না। আমরা কয়েক জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। শেহনাজও সেখানে ছিল। পরের দিনই ওকে হাসপাতালে ভর্তি হতে হয়।"
করণ জানান, শেহনাজের অবস্থা গুরুতর না হলেও, তাঁর চিকিৎসার প্রয়োজন ছিল। অভিনেতার কথায়, "ওর খাদ্যে বিষক্রিয়া হয়েছিল। তেমন কিছু গুরুতর নয়। তবে এটিও গুরুতর হতে পারে। চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন যে সাবধানতা অবলম্বন করে ওক হাসপাতালে ভর্তি করা উচিত। যখন আমি শেহনাজের সঙ্গে দেখা করি, তার অবস্থা ভাল ছিল না, তবে আমি নিশ্চিত বিশ্রাম এবং ওষুধের মাধ্যমে ও শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।"
সোমবার হাসপাতালে শেহনাজকে দেখতে গিয়েছিলেন করণ বীর। বন্ধুর অসুস্থতা নিয়ে উদ্বেগে ছিলেন তিনিও। অনুরাগীদের জানিয়েছিলেন, অভিনেত্রী আপাতত ঠিক আছেন। তাঁর স্বাস্থ্যের আপডেট দিয়ে হাসাপাতাল থেকে একটি ইনস্টাগ্রাম স্টোরিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, শয্যাশায়ী শেহনাজকে। করণ লিখেছিলেন, "আমি চাই আপনারা সবাই প্রার্থনা করুন যাতে এই প্রাণোচ্ছ্বল মেয়েটি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ জীবনে ফিরে আসে"। করণের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তাঁর হাতে একটি ড্রিপ লাগানো আছে। অসুস্থতার মধ্য়েও হাসতে দেখা যায় শেহনাজকে। বন্ধু করণকে তিনি আশ্বাস দেন যে, খুব শীঘ্রই সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন এবং তাঁর সঙ্গে হুল্লোড়ে মেতে উঠবেন।
আরও পড়ুন: দেবের সঙ্গে ভেঙে যাওয়া প্রেম নিয়ে আর রাখঢাক নয়! 'ধূমকেতু' মুক্তির আগেই খোশমেজাজে শুভশ্রী, রইল প্রমাণ
এই প্রথম নয়। অতীতেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় শেহনাজকে। তখনও একই সমস্যায় ভুগছিলেন তিনি। প্রায় দু’বছর আগে, থ্যাঙ্ক ইউ ফর কামিং-এর প্রচারের সময়, শেহনাজকে গুরুতর খাদ্য সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের বিছানা থেকে একটি ইনস্টাগ্রাম লাইভ শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে হাসপাতালের পোশাকে দেখা গিয়েছিল। এবং চিকিৎসাক সময় অনুরাগীদের আশ্বস্তও করেছিলেন।
অসুস্থ হওয়ার কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন শেহনাজ। সেখানে প্রাণ খুলে নাচতে দেখা যায় তাঁকে। মুখে লেগে সেই চির-পরিচিত হাসি। তারপরেই অভিনেত্রীর অসুস্থতার খবরে চিন্তায় পড়েছিলেন ভক্তরা। তবে তাঁর স্বাস্থ্যের আপডেট পেয়ে কিছুটা নিশ্চিন্ত তাঁরা।
২০১৯ সালে বিগ বস-এর সুবাদে জনপ্রিয়তা পান শেহনাজ। তাঁর চটপটে কথা, প্রাণখোলা হাসি মন জয় করেছিল দর্শকের। রিয়্যালিটি শোয়ের সুবাদেই প্রতিযোগী, অভিনেতার সিদ্ধার্থ শুক্লের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অনুরাগীরা এই জুটিকে ভালবেসে সিডনাজ ডাকতেন। সিদ্ধার্থের সঙ্গে একাধির মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল শেহনাজকে। পর্দায় তাঁদের রসায়ন নিয়েও ছিল না কম চর্চা। ২০২১ সালে ২ সেপ্টেম্বর সিদ্ধার্থের অকাল প্রয়াণের পর ভেঙেপড়েন শেহনাজ। প্রেমিককে হারিয়ে থমকে যায় তাঁর জীবন। নিজেকে সেই সময় কিছুটা আড়ালেই রেখেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ান অভিনেত্রী।
