গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মনোনয়ন প্রকাশিত হয়েছে, এবং এই বছরও অনেক ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত শিল্পী মনোনীত হয়েছেন। শঙ্কর মহাদেবনের ফিউশন গ্রুপ ‘শক্তি’, সিতারবাদক অনুষ্কা শঙ্কর এবং অন্যান্য শিল্পীদের নাম মনোনয়ন তালিকায় রয়েছে।
অনুষ্কা শঙ্কর এই বছর দু’টি মনোনয়ন পেয়েছেন। ‘চ্যাপ্টার ৩: উই রিটার্ন টু লাইট’ অ্যালবামের জন্য তিনি ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। এই অ্যালবামে তাঁর পাশাপাশি মনোনীত হয়েছেন আলম খান এবং সারাথি কোরওয়ার। এছাড়াও, অনুষ্কা ‘ডে-ব্রেক’ পারফরম্যান্সের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
মনোনয়ন সম্পর্কে অনুষ্কা ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজকের দিনটা বৈপরীত্যে ভরা– একদিকে ভয়ঙ্কর মাইগ্রেন, অন্যদিকে আমার ১২তম এবং ১৩তম গ্র্যামি মনোনয়নের খবর একসঙ্গে!’ তিনি আরও লিখেছেন, ‘এই অ্যালবাম এবং পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেয়ে আমি কৃতজ্ঞ। আলম খান এবং সারাথি কোরওয়ারের সঙ্গে এই সঙ্গীত তৈরি করা সত্যিই এক মধুর অনুভূতি। এখন ঘুমনোর পালা, কাল আমরা উদযাপন করব।’
শঙ্করএ এই বছর দু’টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার ফিউশন গ্রুপ ‘শক্তি’ ‘মাইন্ড এক্সপ্লোশন (৫০তম বার্ষিকী ট্যুর লাইভ)’ অ্যালবামের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ এবং ‘শেরনি’স ড্রিম (লাইভ)’ পারফরম্যান্সের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’-এ মনোনীত হয়েছে।
এই বছর শঙ্করের গ্রুপ ‘শক্তি’ তাদের প্রথম গ্র্যামি জিতেছে। তারা ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ পুরস্কার জেতে।
অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত শিল্পীরা যারা ২০২৬-এর গ্র্যামিতে মনোনীত হয়েছেন তাদের মধ্যে আছেন সিদ্ধান্ত ভাটিয়া (‘সাউন্ডস অফ কুম্ভ’-এর জন্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম) এবং পিয়ানোবাদক চারু সুরি (‘শায়ান’-এর জন্য বেস্ট কনটেম্পোরারি মিউজিক অ্যালবাম)।
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৬৮তম আসর অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি, ২০২৬-এ লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.কম এরিনায়।
অনুষ্কা শঙ্কর এবং শঙ্কর মহাদেবন দু’জনই ভারতীয় সঙ্গীত জগতে পরিচিত মুখ। অনুষ্কা শঙ্কর তাঁর সিতারের জাদু এবং আন্তর্জাতিক সঙ্গীত প্রকল্পের জন্য প্রসিদ্ধ, যেখানে শঙ্কর মহাদেবন ফিউশন এবং ফিল্ম মিউজিকের জন্য সুপরিচিত। ২০২৬ সালের গ্র্যামি মনোনয়নে উভয়ের নামও এসেছে, যা তাঁদের বিশ্বের দরবারে সুদক্ষ শিল্পী হিসেবে স্বীকৃতিকে আরও শক্তিশালী করেছে।
২০২৬ সালের গ্র্যামি মনোনয়নে ভারতীয় শিল্পীদের অংশগ্রহণ দেশের সঙ্গীতের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও উজ্জ্বল করেছে। অনুষ্কা ও শঙ্করের মতো প্রতিভাবান শিল্পীরা শুধু দেশেই নয়, বিশ্ব মঞ্চেও ভারতীয় সঙ্গীতের ছাপ রেখে যাচ্ছেন। এই মনোনয়ন তাদের জন্য নতুন অনুপ্রেরণা এবং সাফল্যের পথ খুলে দেবে, যা ভবিষ্যতের সঙ্গীতপ্রেমীদেরকেও প্রেরণা জোগাবে।
