শাহিদ কাপুর অভিনীত 'ও রোমিও' মুক্তি পেতে চলেছে প্রেমের মাসে। কিন্তু ইতিমধ্যেই এই ছবির টিজার প্রকাশ্যে আসার পরই দর্শকদের মধ্যে হইচই ফেলে দিয়েছে রীতিমত। আবারও 'দাবাং' স্টাইলেই দেখা যাবে তাঁকে পর্দায়। কিন্তু ১৩ ফেব্রুয়ারি সেই ছবি বড়পর্দায় মুক্তির আগে একের পর এক জটিলতার সম্মুখীন হতে হচ্ছে 'ও রোমিও'কে। সদ্যই একটি আইনি জটিলতায় জড়িয়েছে এই ছবি, এবার জানা যাচ্ছে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটাই নাকি বাতিল হয়ে গিয়েছে! কিন্তু কেন? 

মুম্বইয়ের সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে 'ও রোমিও' ছবিটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান অভিনেতাদের নিরাপত্তার কথা ভেবে বাতিল করে দেওয়া হয়েছে। ছবির নির্মাতারাই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা? 'ও রোমিও' ছবিটি আদতে মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনের উপর আধারিত। কিন্তু গ্যাংস্টারের মেয়ে সানোবার শেখ জানিয়েছেন নির্মাতারা নাকি তাঁর বা তাঁদের পরিবারের কারও থেকে এই ছবি বানানোর অনুমতি নেননি, ফলে ছবিতে তাঁর বাবার চরিত্রকে নেতিবাচক আঙ্গিকে দেখানো হলেও হতে পারে। যেহেতু হুসেন উস্তারার জীবনের উপর নির্মিত এই ছবি তাই তিনি ছবির টিমের থেকে ২ কোটি টাকাও চেয়েছেন। এই ঘটনার পরই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেন 'ও রোমিও' ছবিটির নির্মাতারা। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গ্যাংস্টার কন্যার আইনজীবী ডি ভি সরোজ জানিয়েছেন তাঁদের তরফে ছবির নির্মাতাদের প্রথমে ২০২৫ সালের ৩০ অক্টোবর নোটিশ পাঠানো হয়। এরপর পুনরায় তাঁরা ১৫ ডিসেম্বর আরও একটি নোটিশ পাঠান। তাঁদের তরফে কোনও জবাব না আসায় সম্প্রতি সানোবারের আইনজীবী কোর্টের দ্বারস্থ হন এবং ছবির উপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান। যদিও 'ও রোমিও' ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই ছবিটি মোটেই হুসেন উস্তারার উপর আধারিত নয়। এটা মোটেই তাঁর বায়োপিক বা ডকুমেন্টারি নয়। অন্যদিকে সানোবার জানিয়েছেন ছবিতে শাহিদের যে চরিত্রটি দেখানো হয়েছে, তাঁর রূপ থেকে পোশাক সবটাই হুসেন উস্তারার মতো। ফলে এভাবে তাঁদের পরিবারের অনুমতি না নিয়ে এই গ্যাংস্টারের উপর ছবি বানানোয় তাঁদের জীবন বিপর্যস্ত হচ্ছে বলেই জানিয়েছেন। 

প্রসঙ্গত, 'ও রোমিও' ছবিটির পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ, প্রযোজনা সাজিদ নাদিয়াওয়ালার। মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপুর। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় তৃপ্তি দিমরি, অনুরাগ তিওয়ারিকে দেখা যাবে।