সংবাদ সংস্থা মুম্বই: এক সময় একে অপরের প্রেমে বুঁদ ছিলেন। বলিপাড়ায় তাঁদের প্রেম ছিল অন্যতম চর্চিত বিষয়। এমনকী তাঁদের বিচ্ছেদ নিয়েও জলঘোলা কম হয়নি। করিনা কাপুর এবং শাহিদ কাপুরের রিয়েল লাইফ জুটি নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তারপর জীবন নিজের মতো এগিয়ে গিয়েছে। বর্তমানে দুই ‘প্রাক্তন’ই সুখী দাম্পত্য কাটাচ্ছেন। তবে তারপর দীর্ঘ বছরে দু'একবার ছাড়া এক অনুষ্ঠানে দেখা হলেও পরস্পরের সঙ্গে কথা-হাসি ভাগ করতে দেখা যায়নি এই প্রাক্তন জুটিকে। এই কিছুদিন আগেও এক ফিল্মি পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে সামনে দাঁড়িয়ে থাকা শাহিদকে দেখেও না দেখার ভান করে করিনার চলে যাওয়ার ভিডিও দুরন্ত ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। তবে গত শনিবার জয়পুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কথাও বলতে দেখা যায় শাহিদ-করিনাকে! সকলের সামনে একে অপরকে আলিঙ্গন-ও করলেন। স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নেটপাড়ায় ঝড় তুলেছে। পুরো সমাজমাধ্যমে যখন 'আদিত্য-গীত'-এর কথোপকথন নিয়ে তোলপাড়, তখন তা নিয়ে এবার মুখ খুললেন খোদ 'জব উই মেট'-এর নায়ক। 
 

 

শনিবার এক অনুষ্ঠানে তাঁদের একে অপরের প্রতি আচরণ দেখে রীতিমতো হতচকিত হয়ে যান সকলে। কারণ এই দৃশ্য অনুরাগীদের কাছে খুবই বিরল। পরস্পরের সঙ্গে হাসিমুখে, হাত নাড়িয়ে বহু ক্ষণ কথা বললেন তাঁরা। কেউ মনে করছেন, বর্তমানে নিজেদের সন্তানদের নিয়ে কথা বলছেন তাঁরা। কারও বা আশা পুরনো কোনও ঘটনার কথা নিয়ে আলোচনায় মশগুল ছিলেন দু'জনে। আবার কেউ কেউ এও প্রশ্ন তুলেছেন, কেন এত বছর লাগল শাহিদ-করিনার প্রকাশ্যে দু'জনের সঙ্গে কথা বলতে? মোট কথা, এই কয়েক পশলা মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটপাড়া এই জুটিকে ফের এক পর্দায় দেখতে উদ্‌গ্রীব। এবং তা নিয়ে শুরু হয়েছে আলোচনাও। গোটা বিষয়টি শুনে শাহিদের মন্তব্য, " এটা এমন কোনও বড় বিষয় নয়। ওঁর সঙ্গে আমার মাঝেমধ্যেই এখানে ওখানে দেখা হয়, কথাও হয়। আজ না হয়ে মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে গল্প করেছি... সবাই এই নিয়ে মাতামাতি করছে বটে কিন্তু আমাদের জন্য পুরো বিষয়টা কিন্তু ভীষণ স্বাভাবিক ছিল... তবে হ্যাঁ,  যাঁরা আমাদের একসঙ্গে, পাশাপাশি দেখে খুশি হয়েছেন...কী বলি, আমিও তাঁদের জন্য খুশি।"

প্রসঙ্গত, ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, করিনা বেশ হেসে হেসে কথা বলছেন। মন দিয়ে শুনছেন শাহিদ। দুই তারকা ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা যদিও স্পষ্ট নয়। তবে দু’জনের ভাবভঙ্গি দেখে এটুকু পরিষ্কার যে অতীতের তিক্ততার স্মৃতি অনেকটাই মুছে গিয়েছে। অনুরাগীদের অনুমান, হয়তো তাঁরা এক সময়ে একসঙ্গে কাজ করার স্মৃতি রোমন্থন করছিলেন, কিংবা বর্তমান জীবন নিয়ে গল্পে মশগুল ছিলেন। তবে কি এই জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে, আপাতত সেই আশায় ভক্তরা।