বলিউডে যেন এখন ‘টু-পার্ট’ ঝড়! একের পর এক বড় বাজেটের সিনেমা যখন বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তখন ক্রমশ বাড়ছে দু’ভাবে ছবি মুক্তির ট্রেন্ড ! সেই তালিকায় নাকি এবার নাম লিখিয়েছে শাহরুখ খান ও সঞ্জয় লীলা বনশালির আগামী ছবিও।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, সম্প্রতি সুপারহিট ছবি ‘ধুরন্ধর’ নির্মাতাদের সাহস বাড়িয়ে দিয়েছে। ছবিটি শুধু আয়েই বাজিমাত করেনি, দর্শকদের ধৈর্যও পরীক্ষা করে সফল হয়েছে। সেই সাফল্য দেখেই প্রযোজকরা বুঝে গিয়েছেন, গল্প ভাল হলে দর্শক অপেক্ষা করতে রাজি। আর সেই আবহেই শোনা যাচ্ছে, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ এবং সঞ্জয় লীলা বনশালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নাকি দুই ভাগে মুক্তি দেওয়ার কথা চিন্তা-ভাবনা চলছে।
আসলে বর্তমানে বলিউডে যেসব ছবি তৈরি হচ্ছে, সেগুলোর গল্প অনেক বড়, চরিত্রের সংখ্যা বেশি এবং ভিজ্যুয়াল স্কেলও বিশাল। একটিমাত্র ছবিতে পুরো গল্প দেখাতে গেলে অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। তাই নির্মাতাদের একাংশ মনে করছেন, দুটি ভাগে ছবি বানালে গল্প বলার সুযোগ বেশি পাওয়া যায় এবং চরিত্রগুলোকেও ভালভাবে তুলে ধরা যায়। আর এই সিদ্ধান্তের পিছনে বড় কারণ ‘ধুরন্ধর’-এর বক্স অফিস সাফল্য। দর্শকরা যদি গল্পে আকৃষ্ট হন, তাহলে তাঁরা দ্বিতীয় পর্বের জন্যও অপেক্ষা করতে রাজি-এই বিশ্বাস থেকেই প্রযোজক ও পরিচালকরা এখন ছবি মুক্তি দুই ভাগের দিকে ঝুঁকছেন।
সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ভালবাসা, যুদ্ধ এবং আবেগে ভরা বড় ক্যানভাসের ছবি। শোনা যাচ্ছে, ছবির গল্প এতটাই বিস্তৃত যে একটিমাত্র ছবিতে তা পুরোপুরি ধরা কঠিন। তাই ছবিটি দুই ভাগে মুক্তি পেতে পারে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, প্রথম ভাগ মুক্তি পেতে পারে ২০২৬ সালের শেষের দিকে। দ্বিতীয় ভাগ আসতে পারে ২০২৭ সালের শুরুতে। তবে এই তারিখ এখনও চূড়ান্ত নয়।
শাহরুখ খানের ‘কিং’ নিয়েও ভক্তদের উত্তেজনা তুঙ্গে। অ্যাকশন ও ড্রামা নির্ভর এই ছবিতে নাকি রয়েছে একাধিক স্তরের গল্প। সেই কারণেই নির্মাতারা ভাবছেন, ছবিটিকে দু’ভাগে ভাগ করলে দর্শকরা আরও জমিয়ে গল্প উপভোগ করতে পারবেন। বলিপাড়ার খবর, ‘কিং’-এর প্রথম ভাগ ২০২৬ সালে মুক্তি পাবে আর দ্বিতীয় ভাগ ২০২৭ সালে মুক্তি পেতে পারে। এক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি
এই মুহূর্তে সবটাই পরিকল্পনার স্তরে। ছবির শুটিং, এডিটিং এবং চূড়ান্ত দৈর্ঘ্য দেখেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।
&t=172s