সংবাদ সংস্থা মুম্বই: ‘বাদশা’ ফিরছেন, এবার ‘কিং’ হয়ে! সম্প্রতি এক ভক্তের ক্যামেরাবন্দি ভিডিওতে ধরা পড়লেন শাহরুখ খান একেবারে নতুন অবতারে। সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি—কিন্তু যা নজর কেড়ে নিল, তা হল তাঁর রীতিমতো রিপড শরীর আর গা ভর্তি ট্যাটু! ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেল লবির ভিতর দিয়ে টিমসহ হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন তাঁর টিমের লোকেরা।
তবে যা নজর কেড়েছে তা হল—শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু, যদিও তা নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে তাঁকে। দর্শকদের প্রশ্ন—এটাই কি ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুত লুক?
Beard. Biceps. Beanie. Badass. Shah Rukh Khan’s not just aging—he’s evolving into a legend of fire!! @iamsrk pic.twitter.com/hQO7NfvNCZ
— Nidhi (@SrkianNidhiii)Tweet by @SrkianNidhiii
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে এখনও পর্দার আড়ালে কাজ চলছে, কিন্তু কিং খানের এই ঝলকেই চাঙ্গা হয়ে উঠেছে ফ্যানদের কল্পনার জগৎ।
এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শাহরুখ রসক্ষ্যাপাদের মন্তব্যের ঝড় — “দাড়ি, বাইসেপ, ট্যাটু—বাদশা নন, এখন তিনি রীতিমতো রাজা!” আর একজন লিখেছেন, “পুরো শরীরে ট্যাটু... শাহরুখের এই চেহারা দেখে চোখ সরানো যাচ্ছে না। আগুন!” নজর কেড়েছে আরও একটি বার্তা -“এই রূপের জন্যই শাহরুখ কিং! এবার বুঝি একেবারে ধ্বংসাত্মক অ্যাকশন নিয়ে ফিরছেন।”
এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। তাঁর সঙ্গে রয়েছেন এক ঝাঁক তারকা—অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।
‘কিং’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে, কিন্তু তার আগেই শাহরুখ খানের এই নয়া অবতার সোশ্যাল মিডিয়ায় যে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে কি?
