সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খানকে স্বচক্ষে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকেন তাঁর অনুরাগীর দল। সে বিমানবন্দরের লাউঞ্জে হোক কিংবা মন্নতের বাইরে ফুটপাথে।  শাহরুখের যদি কোনও অনুষ্ঠানে আসার কথা জানা যায়, সেখানে প্রায় একবেলা আগে থেকেই কুম্ভের ভিড়! সেখানে যে শাহরুখকে একবার ছুঁয়ে দেখার স্বপ্ন পোষণ করেন তাঁর প্রতিটি অনুরাগী, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু চাইলেই তো আর তা হয় না। দেশের প্রথম সারির তারকা বলে কথা। প্রায় সবসময়-ই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে থাকেন এই তারকা। তবে এবার শাহরুখের 'কানে' এই ইচ্ছের কথা পৌঁছে দিলেন তাঁর এক ভক্ত। আর শোনামাত্র-ই দু'গালে টোল ফেলা সেই বিখ্যাত হাসি হেসে তৎক্ষণাৎ জবাব দিয়েছেন শাহরুখ। 

 

 

?ref_src=twsrc%5Etfw">January 28, 2025

 

 

অপর এক ভক্ত শাহরুখের উদ্দেশ্যে বলে ওঠেন, “আমি তোমাকে ভালবাসি, খুব ভালবাসি।” সেই ভক্তের উদ্দেশ্যেও হাসির সঙ্গে ভেসে আসে বাদশাহি-জবাব, “আর কত ভালবাসবি? এবার দয়া করে আমাকে এই অনুষ্ঠানে কথা বলতে দে...আমিও তোকে খুব ভালবাসি।”