সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খানকে স্বচক্ষে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকেন তাঁর অনুরাগীর দল। সে বিমানবন্দরের লাউঞ্জে হোক কিংবা মন্নতের বাইরে ফুটপাথে। শাহরুখের যদি কোনও অনুষ্ঠানে আসার কথা জানা যায়, সেখানে প্রায় একবেলা আগে থেকেই কুম্ভের ভিড়! সেখানে যে শাহরুখকে একবার ছুঁয়ে দেখার স্বপ্ন পোষণ করেন তাঁর প্রতিটি অনুরাগী, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু চাইলেই তো আর তা হয় না। দেশের প্রথম সারির তারকা বলে কথা। প্রায় সবসময়-ই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে থাকেন এই তারকা। তবে এবার শাহরুখের 'কানে' এই ইচ্ছের কথা পৌঁছে দিলেন তাঁর এক ভক্ত। আর শোনামাত্র-ই দু'গালে টোল ফেলা সেই বিখ্যাত হাসি হেসে তৎক্ষণাৎ জবাব দিয়েছেন শাহরুখ।
SRK in a hilarious moment with a fan: ‘Arre aise thodina bolte hai publically, Meko bhi sharam aati hai!’ And then, ‘Abhi yahi hu mai, abhi kahi nahi jaa raha!’ ❤️@iamsrk @DAMACOfficial #ShahRukhKhan #SRK #DamacProperties #KingKhan #Dubai #King pic.twitter.com/VuqEg7lP4u
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse)Tweet by @SRKUniverse
দুবাইয়ে এক অনুষ্ঠানে ঘটল এই ঘটনা। সেখানেই ভক্তের ‘আবদার’ শুনে তার জবাব দিলেন বলিউডের ‘বাদশা’। আর যা দিলেন, এইমুহূর্তে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। শাহরুখের রসবোধের ফের একবার মুগ্ধ তাঁর তামাম ভক্তকুল। দুবাইয়ের সেই অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবই তাঁর নিজের গান। শুনিয়েছেন সংলাপ। এসবের মাঝেই এক ভক্ত দর্শকাসন থেকে চিৎকার করে বলে ওঠেন, “শাহরুখ, আপনাকে আমি একটিবার জড়াতে চাই। ব্যস, একটিবার জড়িয়ে ধরতে চাই!” কানে পৌঁছতেই শাহরুখের ছদ্ম-লাজুক হাসি হেসে জবাব, “এই..এরকম করে প্রকাশ্যে এসব কথা কেউ বলে? আমার এসব শুনে লজ্জা লাগে। আমি এই অনুষ্ঠানে অনেকক্ষণ আছি, কোথাও চলে যাচ্ছি না। সবার সঙ্গে আড্ডা মারব।”
অপর এক ভক্ত শাহরুখের উদ্দেশ্যে বলে ওঠেন, “আমি তোমাকে ভালবাসি, খুব ভালবাসি।” সেই ভক্তের উদ্দেশ্যেও হাসির সঙ্গে ভেসে আসে বাদশাহি-জবাব, “আর কত ভালবাসবি? এবার দয়া করে আমাকে এই অনুষ্ঠানে কথা বলতে দে...আমিও তোকে খুব ভালবাসি।”
