সংবাদ সংস্থা মুম্বই: সংবাদ সংস্থা মুম্বই: ১৯৯৪ সালের ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘দ্য লায়ন কিং’-এর গল্প অনুযায়ী তৈরি হয়েছিল সমনামী লাইভ অ্যাকশন ছবি। ‘দ্য লায়ন কিং’-এর এই রিমেকের হিন্দি ভার্সনে ‘মুসাফা’র চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান এবং 'সিম্বা'র গলায় শোনা গিয়েছিলেন আরিয়ান খানের আওয়াজ। এবার মুক্তি পেতে চলেছে ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল ‘মুসাফা’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ইংরেজি ও হিন্দি-দু'টি ভার্সনের একাধিক ঝলক। ঝলক থেকেই স্পষ্ট এই ছবিতে ফের একবার তাঁর গমগমে কণ্ঠ দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে রাখতে চলেছেন শাহরুখ। বলাই বাহুল্য শাহরুখ রয়েছেন সেই ‘মুসাফা’র চরিত্রেই। এই ছবিতেও তাঁকে সঙ্গ দেবেন আরিয়ান। এবং শাহরুখের ছোট্ট ছেলে আব্রাম! এই প্রথম বাবা ও দাদার সঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছে 'মন্নত'-এর সবথেকে ছোট সদস্য।
‘‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’’ ‘জওয়ান’-এর সেই বিখ্যাত সংলাপের কথা কে ভুলতে পারে। সমাজমাধ্যমের পাতায় রীতিমতো ভাইরাল হয়েছিল। জল্পনা চলেছিল মাদক মামলায় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে যিনি গ্রেফতার করেছিলেন সেই সময়ে, সেই এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের উদ্দেশ্যেই আদতে এই সংলাপ 'বাদশা'র। সম্প্রতি, মুসাফা'র নির্মাতাদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানেই 'মুফাসা' ছবিতে সেই সংলাপের প্রসঙ্গ টেনে আনলেন খোদ শাহরুখ! জানিয়েছেন, সেই সংলাপ বলার পরেই মুফাসা ছবিতে ফের কণ্ঠ দিতে রাজি হয়েছিলেন তিনি। কারণ দু'জনেরই পিতৃস্বত্বার সঙ্গে ভীষণ মিল। আর আরিয়ানও ফের রাজি হয়েছিলেন এই ছবিতে 'সিম্বা'র চরিত্রে কণ্ঠ দেওয়ার ব্যাপারে। তাছাড়াও শাহরুখ জানান যুবা বয়সে তাঁর চুলও 'মুফাসা'র কেশরের মতোই ঘন ও ঝাঁকড়া ছিল। সুতরাং এখানেও বেশ মিল তাঁদের দু'জনের।
