সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় পা রাখতে চলেছেন আরিয়ান খান। সৌজন্যে নেটফ্লিস্ক।  এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য বা**ডস অব বলিউড। সোমবার নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে হাজির ছিল গোটা খান পরিবার -শাহরুখ, গৌরী, সুহানা। এই অনুষ্ঠানের মঞ্চে উঠে প্রথমবার আরিয়ানের প্রজেক্টের কথা ঘোষণা করেন ‘বাদশাহ’। পাশাপাশি নিজের ছেলে-মেয়ের জন্য দর্শকের কাছে একটি অনুরোধ জানালেন তিনি। বলা ভাল, প্রার্থনা করলেন। 

 

শাহরুখের কথায়, “আমার ছেলে আরিয়ান পরিচালক হিসাবে নিজের যাত্রা শুরু করতে চলেছে, আমার মেয়ে অভিনেত্রী হওয়ার চেষ্টা শুরু করেছে... আমাকে আপনারা যা ভালবাসা দিয়েছেন, তার ৫০ শতাংশও যদি ওরা পায়, সেটাই অনেক হবে।” এছাড়াও ছেলের ডেবিউ প্রজেক্টের প্রশংসা শোনা গেল তাঁর মুখে। নিজস্ব ছন্দে ‘পাঠান’ বলে উঠলেন, “এই সিরিজের কয়েকটি পর্ব দেখেছি। এটুকু বলতে পারি, দারুণ মজার। খুব খেটেখুটে কাজ করেছে ওরা। আর একটা কথা, আমার রসিকতায় অনেকের খারাপ লাগে, তাই আজকাল রসিকতা করাই ছেড়ে দিয়েছি। বরং সেই দায়িত্ব অর্পণ করেছি ছেলের উপর। বলেছি, যা বাবার নাম উজ্জ্বল কর!”

 

 

‘ড্রামা’ ঘরানার স্বাদের হলেও ‘দ্য বা**ডস অব বলিউড’-এ হাসির উপাদানও ঠাসা রয়েছে। বাস্তবতার ছোঁয়া রয়েছে। বলিউডে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার যে সংগ্রাম থাকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের, তারই গল্প শোনাবে‌ এই সিরিজ। মুম্বই এবং তার আশেপাশের অঞ্চলেই সারা হয়েছে শো-এর শুটিংপর্ব। সাকুল্যে ছ’টি পর্ব থাকবে এই শোতে।  এই সিরিজে অতিথি শিল্পী হিসাবে থাকতে পারেন শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওল। 

 

উল্লেখ্য, বছর দেড়েক আগে শাহরুখ খানকে নিয়ে নিজের পোশাক সংস্থার একটি বিজ্ঞাপনের শুট সেরেছিলেন আরিয়ান। নেট দুনিয়ায় যথেষ্ট সমাদৃত হয়েছিল আরিয়ানের পরিচালনা।