সংবাদ সংস্থা মুম্বই: তাঁদের একসঙ্গে মঞ্চে জুটি বেঁধে পারফর্ম করতে দেখা গিয়েছিল এক দশকেরও আগে। নিজেদের ছবির দুরন্ত সব জনপ্রিয় গানের সুরে।  এরপর কেটে গিয়েছে সুদীর্ঘ ১৩টি বছর। ৯ মার্চ রবিবারের সন্ধ্যায় আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে ফের একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতকে। সম্প্রতি, মঞ্চে তাঁদের মহড়ার একটি ঝাপসা ছবি ও অস্পষ্ট ভিডিও নেটপাড়ায় পোস্ট করেছেন এক নেটিজেন। এবং সেই ছবি, ভিডিও প্রকাশ পেতেই তা ঝড়ের গতিতে ছড়িয়েছে।  

 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে 'দিল তো পাগল হ্যায়' ছবির জনপ্রিয় গান 'কি লড়কি হ্যায়...'-এর সুরে মা মেলাচ্ছেন শাহরুখ-মাধুরী। তাঁদের সঙ্গ দিচ্ছে একদল ছোট ছোট ছেলেমেয়ে। কালো রঙের টিশার্ট এবং জগার্স পরে মঞ্চে দেখা গেল 'বাদশা'কে। পায়ে সাদা স্নিকার্স। অন্যদিকে, সাদা-কালো রংয়ের ক্যাজুয়াল পোশাকে হাজির হয়েছিলেন 'ধক ধক গার্ল'।  বলাই বাহুল্য, সেই ছবি ভিডিও দেখে উত্তাল নেটপাড়া। এক নেটিজেনদের বক্তব্য, " দু'জনের বয়স প্রায় ৬০ ছুঁইছুঁই। বোঝাই যাচ্ছে না বয়স বাড়ছে না কমছে?' চোখ কেড়েছে আরও এক নেটিজেনের বক্তব্যও - " উফফ ফের মঞ্চে শাহরুখ-মাধুরী! দেখেই তো দিল তো পাগল হ্যায়!"

 

?ref_src=twsrc%5Etfw">March 8, 2025

 

গত শনিবার থেকে জয়পুরে শুরু হয়েছে আইফা ২০২৫। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হওয়ার পর রবিবাসরীয় সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট। শনিবারের আইফা অ্যাওয়ার্ডটি মূলত ওয়েব মাধ্যমের সিরিজ ও ছবিসমূহের জন্য ছিল। এরপর গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট এদিন অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য, 'শোলে' ছবির এবার ৫০ বছর । এই অনুষ্ঠানেও সেই ছবির বিশেষ উদ্‌যাপন হবে।

 

এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে, কারিনা কাপুর খান-কেও আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। তিনি তাঁর দাদু তথা প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন।