শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালনায় আসতে চলেছেন নেটফ্লিক্স সিরিজ 'ব্যাডস অফ বলিউড' নিয়ে। সিরিজের প্রথম গান “বদলি সি হাওয়া হ্যায়” রিলিজ হতেই বাজিমাত। গানের বিটে এবার মেতে উঠলেন পরিচালক–কোরিওগ্রাফার ফারাহ খানের বাড়ির রাঁধুনি দিলীপ!
মঙ্গলবার ইনস্টাগ্রামে ফারাহ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, বাড়ির স্টাফরা তাঁকে ডেকে রান্নাঘরে নিয়ে আসছেন—কারণ দিলীপ যেন “পাগল হয়ে গেছে”! দেখা যায়, হাতে কড়াই–ঝাঁঝরি নিয়ে গানটির হুক স্টেপ নাচছেন তিনি। অবাক ফারাহ মজা করে বলেন, “তুই কি ওদের গানের বারোটা বাজাবি?” পরে ক্যামেরার দিকে তাকিয়ে যোগ করেন, “আমি দুঃখিত আরিয়ান, শাহরুখ, কিন্তু গানটা এত ভাল যে দিলীপ নিজেকে সামলাতে পারেনি। সবাই গানটা শুনে ফেলো।”
তিনি পোস্টে লেখেন:“শাহরুখ, গৌরী আর আরিয়ানের কাছে ক্ষমা চাইছি দিলীপের এই অতিরিক্ত উৎসাহের জন্য। কিন্তু গানটাই এমন যে, নিজেকে আটকানো যায় না! ”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)
সমাজমাধ্যমে এই পোস্ট দেখামাত্রই মজার প্রতিক্রিয়া দিয়েছেন খোদ শাহরুখ। ফারহার ভিডিও দেখে শাহরুখ খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন,“ ফারহা, তোমার ক্ষমা চাওয়া উচিত, কারণ গত ৩০ বছরে তুমি আমাকে এমন দারুণ সব নাচের স্টেপ কখনও দাওনি! দিলীপকে দারুণ লাগছে… ভালবাসা।”
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে মন্তব্য হল—
“ফারহা খানের নাচ এক অনন্য শিল্প, কিন্তু আসল শোম্যান হলো দিলীপ। ওঁর বড় ভক্ত আমরা।”
আরিয়ান খান স্রেফ হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তা এই গানটা কেমন? “বাদলি সি হাওয়া হ্যায়” গানটির সুরকার অনিরুদ্ধ রবিচন্দর, গেয়েছেন অরিজিৎ সিং আর অমীরা গিল। ভিডিওতে লক্ষ্য, সাহের বম্বা আর রাঘব জুয়ালকে সমুদ্রতটে ছুটি কাটাতে দেখা যায়। গানটি ইতিমধ্যেই ভক্তদের মন জয় করেছে—তাঁরা বলছেন, আরিয়ানের রোমান্সের নতুন দৃষ্টিভঙ্গি এবং অনিরুদ্ধ–অরিজিত জুটির মিউজিক একেবারে সতেজ লাগছে।
সিরিজে কী থাকছে?
ব্যাডস অফ বলিউড মূলত একটি ব্যাঙ্গাত্মক ছবি বলিউড ইন্ডাস্ট্রির ভিতরকার নানা রঙ-ঢঙ নিয়েই তির্যক মজা। টিজারে শোনা গিয়েছে আরিয়ানকে বলতে: “বলিউড—যাকে তোমরা এত বছর ভালবেসেছও আবার আঘাতও করেছ, আর আমিও তাই করব… প্রচুর ভালবাসা… আর সামান্য আঘাত।”
এই সিরিজে অভিনয় করছেন লক্ষ্য, সাহের বম্বা, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, অনন্যা সিং, বিজয়ন্ত কোহলি এবং গৌতমি কপূর। বিশেষ উপস্থিতি থাকছে সালমান খান, রণবীর সিং এবং করণ জোহরের।
আগামী ১৮ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ।