শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালনায় আসতে চলেছেন নেটফ্লিক্স সিরিজ 'ব্যাডস অফ বলিউড' নিয়ে। সিরিজের প্রথম গান “বদলি সি হাওয়া হ্যায়” রিলিজ হতেই বাজিমাত। গানের বিটে এবার মেতে উঠলেন পরিচালক–কোরিওগ্রাফার ফারাহ খানের বাড়ির রাঁধুনি দিলীপ!

মঙ্গলবার ইনস্টাগ্রামে ফারাহ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, বাড়ির স্টাফরা তাঁকে ডেকে রান্নাঘরে নিয়ে আসছেন—কারণ দিলীপ যেন “পাগল হয়ে গেছে”! দেখা যায়, হাতে কড়াই–ঝাঁঝরি নিয়ে গানটির হুক স্টেপ নাচছেন তিনি। অবাক ফারাহ মজা করে বলেন, “তুই কি ওদের গানের বারোটা বাজাবি?” পরে ক্যামেরার দিকে তাকিয়ে যোগ করেন, “আমি দুঃখিত আরিয়ান, শাহরুখ, কিন্তু গানটা এত ভাল যে দিলীপ নিজেকে সামলাতে পারেনি। সবাই গানটা শুনে ফেলো।”

তিনি পোস্টে লেখেন:“শাহরুখ, গৌরী আর আরিয়ানের কাছে ক্ষমা চাইছি দিলীপের এই অতিরিক্ত উৎসাহের জন্য। কিন্তু গানটাই এমন যে, নিজেকে আটকানো যায় না! ”

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)