ফের আলোচনার কেন্দ্রে শাহরুখ খান। আরও ভাল করে বললে, তাঁর আসন্ন ছবি ‘কিং’। কেন হঠাৎ করেই এই ছবি উঠে এল খবরের শিরোনামে? নেপথ্যে রয়েছে সেই ‘কিং খান’। খুলেই বলা যাক বিষয়টি। 

তাঁর আগামী ছবি নিয়ে ফের ভক্তদের কৌতূহল ফের বাড়িয়ে দিলেন বলিউডের ‘বাদশা’ স্বয়ং! সম্প্রতি এক্স -এ ভক্তদের সঙ্গে এক ঝটপট প্রশ্নোত্তর পর্বে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেখানেই তাঁর আগামী ছবি ‘কিং’ নিয়ে এমন এক মন্তব্য করলেন, যাতে চমকে গিয়েছে নেটদুনিয়া।

 

 

এক ভক্ত তাঁকে লেখেন, “স্যার, ‘কিং’-এর টিজারটা একবার আমাকে পাঠান না!” উত্তরে ভেসে আসে শাহরুখের সরস মন্তব্য, “আরে, এখনও ছবির নাম-ই তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি…সেখানে তুমি আবার টিজার চেয়ে বসছ!” অর্থাৎ, ছবির চূড়ান্ত নাম-ই  এখনও ঘোষিত হয়নি, আর ভক্তরা টিজার চাইছেন!

 

?ref_src=twsrc%5Etfw">October 30, 2025

 

 

 

তাঁর এই জবাবেই বাজিমাত। মুহূর্তে ভাইরাল সেই টুইট। শাহরুখের উদ্দেশ্যে কেউ লিখলেন, “তাহলে অন্তত ছবির নামটুকুই ঘোষণা করুন... জন্মদিনে পাল্টা উপহার দিন আপনার অনুরাগীদের।” তবে এখানেই শেষ নয়। ভক্তরা যখন জানতে চান, কন্যা সুহানার সঙ্গে কাজ করা কেমন লাগছে, বাদশার উত্তরে মিষ্টি ছোঁয়া, “নিজের মতোই লাগে।” আরেক প্রশ্নে শাহরুখ বলেন, “সেটে কিন্তু ওকে সহকর্মীর মতোই দেখি, অফ সেটে শুধু প্রার্থনা করি যেন ওর পরিশ্রম সফল হয়।”

তবে সবচেয়ে বড় ইঙ্গিত মিলল পরের ছবির প্রসঙ্গে। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, “ ‘পাঠান’ না ‘জওয়ান’, কোনটা প্রিয়?’  তখন কিং খান-এর জবাব, “সবসময় পরেরটিই প্রিয়… তাই এখন সেটা হলো ককককককক…” শাহরুখ-রসক্ষ্যাপারা মনে করছেন, এই ‘ককককককক’ মানেই ‘কিং’। কিন্তু বাদশা এবার যেন কিছুটা ধোঁয়াশা তৈরি করলেন, ছবির নাম আদৌ ‘কিং’ তো?

এ বছর জানুয়ারিতে দুবাইয়ের গ্লোবাল ভিলেজে শাহরুখ নিজেই বলেছিলেন, “শাহরুখ খান এবার শাহরুখ খান হয়েই ধরা দিচ্ছে কিং-এ” তখন সবাই ভেবেছিলেন ছবির নাম পাকা। কিন্তু সাম্প্রতিক টুইট যেন নতুন রহস্যের ইঙ্গিত দিচ্ছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চনও। তবে এখন সবাই অপেক্ষায়, বাদশার ৬০তম জন্মদিনে (নভেম্বর ২) হয়তো অবশেষে নাম ঘোষণার ধুমধাড়াক্কা চমক আসছে!

 

প্রসঙ্গত, জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক। ছবিতে শাহরুখ-সুহানার সঙ্গে আছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতারা। এমন শক্তিশালী তারকাসমৃদ্ধ কাস্ট নিয়ে ‘কিং ’ দর্শকদের জন্য নিয়ে আসছে অ্যাকশন, আবেগ আর হাই-ভোল্টেজ ড্রামায় ভরা এক বিশেষ অভিজ্ঞতা। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ফের টানটান অ্যাকশন থ্রিলারে নজর কাড়বেন শাহরুখ। 


'কিং'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ  আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও ‘মুঞ্জ্যা’-খ্যাত অভিনয়শিল্পী অভয় বর্মা।