সংবাদ সংস্থা মুম্বই: ৩০ নভেম্বর মুম্বইতে ছিল এক বিখ্যাত ফুড ডেলিভারি সংস্থার ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানে পারফর্ম করছিলেন ডুয়া লিপা। তাঁর পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকা গিয়েছিলেন। দর্শক যখন বুঁদ তাঁর পারফরম্যান্সে, এমন সময় মঞ্চের মাঝে বেজে উঠল তাঁর লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা ছবিটি থেকে ও লড়কি জো গানটির ম্যাশ-আপটি!
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Chandan Mishra (@walkofftheplanet)
নেটপাড়ায় ডুয়ার এই কীর্তি দেখে যতটা খুশি ততটা অবাকও। স্বভাবতই কেউ ভাবতে পারেননি যে একজন অনামী অনুরাগীর করা এই ভাইরাল হয়ে যাওয়া ম্যাশ-আপ ভিডিও নিজের পারফরম্যান্সের সঙ্গে জুড়ে দেবেন খোদ ডুয়া। ভিডিওর বার্তা-বাক্সে এক নেটিজেনের কমেন্ট, "শেষমেশ এটা সত্যিই হল তাহলে!"