শাহরুখ খান আর সলমন খান। হিন্দি সিনেমার ইতিহাসে এই জুটির মতো ম্যাজিক খুব কমই দেখা যায়। পর্দায় হোক বা পর্দার বাইরে, দু’জন একসঙ্গে মানেই দর্শকমহললে তোলপাড় উচ্ছ্বাস। সম্প্রতি, দিল্লির এক প্রাইভেট ওয়েডিং সেলিব্রেশনে সেই ম্যাজিকই যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল!

 

শাহরুখ ও সলমন-দুই সুপারস্টার মঞ্চে একসঙ্গে উঠতেই জমে গেল রাত, তোলপাড় সোশ্যাল মিডিয়া, আর দেশ জোড়া ভক্তদের মনে ফিরে এল নয়ের দশকের নস্টালজিক ঝড়।

নেটপাড়ায়  ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিওয় দেখা গেল, মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে ‘ও ও জানে জানাঁ’-র জনপ্রিয় সুরের তালে তালে সলমনের সঙ্গে জমিয়ে নাচছেন কিং খান! ১৯৯৮ সালে প্যায়ার কিয়া তো ডরনা কিয়া ছবির এই সুপারহিট গানে সলমন তো নাচলেনই, কিন্তু চমক হল শাহরুখ শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে মনে রেখেছেন সালমনের ‘হুক স্টেপ’গুলো।

https://www.instagram.com/teamshahrukhkhan/

দর্শকদের চিৎকারে, হাততালিতে, উচ্ছ্বাসে মঞ্চ যেন কেঁপে উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় উঠে এল মন্তব্যের বন্যা-“ দু’ভাই একসঙ্গে আর দু’জনেই যেন বিস্ফোরক!”, “পাঠানX টাইগার !”, “শাহরুখ জানেন সলমনের সব নাচের স্টেপ-অবিশ্বাস্য!”, “করণ-অর্জুন ২ চাই-ই চাই! এটাই সেরা সময়!”

 

একজন তো সরাসরি লিখে ফেলেছেন,“ এই জুটি ফের একসঙ্গে পর্দায় হাজির হলে বক্স অফিসে সব রেকর্ড ভাঙবেই!”

 

তা 'কিং'-'টাইগার যুগলবন্দির সম্ভাবনা কি ফিরছে পর্দায়? নতুন ছবি কিং-এর শুটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। গুঞ্জন জোরালো, সলমন নাকি বিশেষ ক্যামিও হিসেবে হাজির হতে পারেন এই ছবিতে! অন্যদিকে, সলমন এগোচ্ছেন তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’-এর দিকে।

 

যদি ‘কিং’ সত্যিই ফের পর্দায় একসঙ্গে আনে এই দুই তারকাকে, তাহলে বলিউড আবার পাবে ‘করণ অর্জুন’-এর পরবর্তী যুগের এক মহা-মুহূর্ত।