সুস্মিতা সেন। প্রাক্তন মিস ইউনিভার্স। তবে বঙ্গতনয়া শুধু তাঁর ব্যক্তিত্ব এবং তারকার আভায় নয়, বরং প্রচলিত ধ্যানধারণা ভেঙে অসংখ্য মানুষকে অনুপ্রেরণা জোগানোর কারণে আজ এক আইকন হিসাবে বিবেচিত। নিঃসঙ্কোচ সততা, নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সাহস, সমাজের নিয়ম–নীতি না মেনেও নিজের পথ তৈরি করার জন্যই তিনি আলাদা করে প্রশংসিত। মাত্র ২৪ বছর বয়সে একক মাতৃত্ব গ্রহণ করে প্রথম সন্তান রেনেকে দত্তক নেওয়া ছিল তাঁর সেই সাহসী যাত্রারই সূচনা। ২০০০ সালে রেনে এবং পরে ২০১০ সালে আলিশাকে দত্তক নেন সুস্মিতা।
2
5
১৯ নভেম্বর সুস্মিতা সেনের জন্মদিন—আজ ৫০ বছরে পা দিলেন তিনি। এই উপলক্ষে ফিরে দেখা যাক, অবিবাহিত থাকা এবং নিজস্ব স্বাধীনতা নিয়ে কী বলেছিলেন অভিনেত্রী।
3
5
২০২৩ সালে এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেছিলেন, “আমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন স্বাধীনতা। আমি স্বাধীনচেতা মানুষ। আমি যা করি, মন থেকে করি, কারও প্রত্যাশা পূরণ করার জন্য নয়।”
4
5
অবিবাহিত থাকা এবং স্বাধীনতার বিষয়ে তিনি আরও বলেন, “আমি সিঙ্গল, কারণ এমন কাউকে পাইনি যার সঙ্গে জীবন কাটাতে চাই। জীবনে ভালবাসার কোনও অভাব নেই—এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার! আর ভারতীয় মানসিকতা অনুযায়ী বিয়ের সঙ্গে যে সব দায়িত্ব ও সম্পর্ক জড়িয়ে থাকে, সেগুলো আমার আগেই আছে—আমার দুই সুন্দর সন্তান।”
5
5
নিজের শর্তে জীবন যাপন নিয়ে সুস্মিতা বলেন, “আমি ইচ্ছে করে নিজের নিয়মে জীবন বেছে নিইনি—এটা নিজে থেকেই ঘটেছে। ধীরে ধীরে আশপাশের মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছি এবং নিজেকে প্রশ্ন করেছি, ‘আমি কী চাই?’ আমি সবার কথা শুনি, কিন্তু করি নিজের মনমতো। তাই নিজের শর্তেই বাঁচতে পেরেছি।”